শিরোনাম
শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা

ভোলায় ট্রলার ডুবিতে এক জেলে নিহত

ভোলা প্রতিনিধি

ভোলায় ট্রলার ডুবির ঘটনায় হারুন মাঝি নামে এক জেলে নিহত হয়েছেন। গতকাল ভোরে সদর উপজেলার কাঠিরমাথা এলাকার মেঘনা নদীতে একটি বার্জের ধাক্কায় মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা হারুন মাঝি (৫৫) নদীতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয় জেলেরা তার লাশ উদ্ধার করেন।

স্থানীয়রা জানায়, হারুন মাঝি তার দুই ছেলেকে নিয়ে নদীতে মাছ ধরছিলেন। ভোর ৫টার দিকে একটি বার্জ তাদের ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি চলন্ত বার্জের নিচে তলিয়ে যায়। তার দুই ছেলে নদীতে লাফিয়ে পড়ে। পরে ছেলেরা জীবিত উদ্ধার হলেও হারুন মাঝি নিখোঁজ থাকেন। পরে স্থানীয় জেলেরা সকাল ৮টার দিকে তার            লাশ উদ্ধার করে। ভোলা নৌপুলিশ থানার ওসি বিদ্যুৎ কুমার ঘোষ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর