শিরোনাম
শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা

নেশা করে ১০ বছরে মারা গেছেন ৩ লক্ষাধিক মা-বাবা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

২০২১ সাল পর্যন্ত ১০ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে অতিরিক্ত নেশা করে মারা গেছেন ৩ লাখ ২১ হাজার মা-বাবা। গত বুধবার দেশটির মেডিকেল জার্নাল ‘জামা’য় গবেষণা জরিপের এ তথ্য প্রকাশ করা হয়। জরিপে বলা হয়, মৃত্যুর এ হার আগের দশকের তুলনায় দ্বিগুণ। যেসব শিশু এভাবে তাদের মা-বাবাকে হারিয়েছে তাদের অধিকাংশই শ্বেতাঙ্গ। এ বিষয়ে ন্যাশনাল ইনস্টিটিউট ড্রাগ এব্যুজ-নিডার পরিচালক ড. নোরা ভোলকো বলেছেন, মাত্রাতিরিক্ত নেশা করায় কী পরিমাণের শিশু এতিম অথবা মা কিংবা বাবাকে হারিয়েছে তার বিস্তারিত জাতির সামনে উপস্থাপনের জন্যই এ গবেষণা চালানো হয়। হেরোইনের পাশাপাশি আরও কিছু ড্রাগ অলিগলিতে ব্যাপকভাবে বিক্রি হওয়ার সঙ্গে এমন অকালমৃত্যুর যোগাযোগ রয়েছে।

সর্বশেষ খবর