রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

গণপূর্ত অফিসে সন্ত্রাস ও হুমকি, দুই ঠিকাদার গ্রেফতার

পাবনা প্রতিনিধি

পাবনার গণপূর্ত অফিসে ঢুকে ঠিকাদারি কাজ দাবি করে সন্ত্রাস চালিয়ে কর্মমর্তাদের হত্যা করার হুমকি দেওয়ায় অভিযুক্ত দুই ঠিকাদারকে পুলিশ গ্রেফতার করেছে। তারা হলেন- রোকনুজ্জামান তুষার (৪৪) ও   আকাশ (৪৩)। মামলা সূত্রে জানা গেছে, গত ৮ মে পাবনা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিমের কক্ষে নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী রায়হান রাকিব, মেহেদী হাসান ইমরান দাফতরিক কাজ করছিলেন। বেলা ১টার দিকে গণপূর্ত বিভাগের ঠিকাদার রাজিবুল হাসান রাজিব (৩৫), রোকনুজ্জামান তুষার (৪৪), আকাশ (৪৩) ও রনা বিশ্বাসের নেতৃত্বে ১৪/১৫ জনের একটি দল ওই কক্ষে ঢুকে নিয়মবহির্ভূত প্রক্রিয়ায় ঠিকাদারি কাজ দাবি করেন। এ সময় নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান তাতে অস্বীকৃতি জানালে তারা ভয়ভীতি ও সন্ত্রাসী তৎপরতা চালান। একপর্যায়ে তারা কর্মকর্তাদের হত্যার হমকি দেন। পুরো ঘটনা অফিসের সিসি ক্যামেরায় ধারণ করা হয়েছে। এ ঘটনায় গত শুক্রবার পাবনা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম বাদী হয়ে ৪ ঠিকাদারসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ওই রাতেই পুলিশ অভিযুক্ত ঠিকাদার তুষার ও আকাশকে গ্রেফতার করে।

 

সর্বশেষ খবর