রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন রেজাউল

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন রেজাউল

সিরাজগঞ্জের কামারখন্দে বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন সিঙ্গাপুর প্রবাসী রেজাউল করিম। গতকাল দুপুরে কামারখন্দ উপজেলার কর্ণসুতি দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে হেলিকপ্টারে তারা বাড়িতে আসেন। এ সময় ঈদগাহ মাঠে ওই দম্পতি এবং হেলিকপ্টার দেখতে শত শত নারী-পুরুষ ভিড় জমান। বউ নিয়ে আসার পর প্রবাসী রেজাউল করিমকে স্থানীয়রা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন। রেজাউলের পরিবারের লোকজন জানান, প্রায় ১৫ বছর আগে কাজের সন্ধানে কামারখন্দ উপজেলার কর্ণসুতি গ্রামের মৃত মুকুল প্রামাণিকের ছেলে রেজাউল করিম সিঙ্গাপুরে পাড়ি জমান। সেখানে একটি কোম্পানিতে কাজ করাকালীন ইন্দোনেশিয়ার জেরিন জানু নামে এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। এরপর দুজনে সেখানে বিয়ে করেন। জেরিন জানু ইন্দোনেশিয়ার একটি ব্যাংকে চাকরি করেন।  রেজাউল করিমের চাচা বদিউজ্জামান ফেরদৌস জানান, সিঙ্গাপুর থেকে আমার ভাতিজা ইন্দোনেশিয়ার এক নারীকে বিয়ে করে হেলিকপ্টারে বাড়ি ফিরেছে- এজন্য এলাকাবাসী খুব আগ্রহ নিয়ে দেখতে এসেছেন। এলাকাবাসীর আনন্দ দেখে আমরাও খুব আনন্দিত। রেজাউলের বাবা ছোটবেলাতেই মারা যান। ওর বাবা বেঁচে থাকলে খুশি হতেন। আগামীকাল (আজ) রেজাউল ও ইন্দোনেশিয়ার ওই মেয়ের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি মেনে বিয়ে হবে এবং অনুষ্ঠান হবে। এক সপ্তাহ থাকার পর আবারও দুজন সিঙ্গাপুর চলে যাবে।  রেজাউল করিম বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছি। ইচ্ছে ছিল বিদেশি কোনো নারীকে বিয়ে করব এবং হেলিকপ্টারে বাড়ি ফিরব। এক বছর আগে সিঙ্গাপুরের নিয়মনীতি মেনে দুজনে বিয়ে করেছি। স্বপ্নপূরণ করতেই হেলিকপ্টারে বউ নিয়ে বাড়িতে এসেছি। এতে আমি খুব আনন্দিত। এ ব্যাপারে কামারখন্দ থানার ওসি মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, হেলিকপ্টারে করে সিঙ্গাপুর প্রবাসী উনার স্ত্রীকে নিয়ে কর্ণসূতি গ্রামে আসবেন। বিষয়টি থানায় অবহিত করা হয়েছে। তবে নিরাপত্তার জন্য নিজেরাও ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

সর্বশেষ খবর