রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

চাকরির কথা বলে প্রতারণা, বরখাস্ত দুই কনস্টেবল

নিজস্ব প্রতিবেদক

পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে এক প্রার্থীর কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশের দুই সদস্য তানজিলা আক্তার ও শহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল পুলিশ সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের ডিসেম্বরে পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগ দেওয়া হয়েছিল। সে সময় মাদারীপুরের বাসিন্দা রতন দাসকে চাকরি দেওয়ার কথা বলে জেলায় কর্মরত কনস্টেবল তানজিলা আক্তার ও শহিদুল ইসলাম তার কাছ থেকে ১৪ লাখ টাকা নেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী রতন দাস প্রতারণার বিষয়টি জানিয়ে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ায় গত বৃহস্পতিবার তানজিলা আক্তার ও শহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরের রবি দাসের ছেলে রতন দাসের কাছ থেকে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে ঘুষ নেন তানজিলা ও শহিদুল। পরে পুলিশ নিয়োগ পরীক্ষার রেজাল্ট দিলে চাকরি না হওয়ায় দিশাহারা হয়ে পড়েন রতন দাস। উপায় না পেয়ে অভিযোগ করেন পুলিশ সুপার বরাবর।

সর্বশেষ খবর