রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

রাজপথে ঝাড়ু হাতে তামিম

নিজস্ব প্রতিবেদক, সিলেট

রাজপথে ঝাড়ু হাতে তামিম

পরিচ্ছন্নতা কাজে নাগরিক সচেতনতা বাড়াতে সিলেটের রাজপথে ঝাড়ু হাতে নেমেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামানের আহ্বানে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি সচেতনতামূলক এ কার্যক্রমে অংশ নেন। এ সময় আনোয়ারুজ্জামান চৌধুরীও তার সঙ্গে ছিলেন। সিসিকসূত্র জানান, ‘ক্লিন, গ্রিন, স্মার্ট সিটি’র প্রতিশ্রুতি দিয়ে মেয়র নির্বাচিত হন আনোয়ারুজ্জামান চৌধুরী। মেয়রের চেয়ারে বসার পর থেকে তিনি সর্বাগ্রে গুরুত্ব দেন পরিচ্ছন্ন নগরী গড়ার কাজে। এর অংশ হিসেবে নগরীর রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে জনবল বৃদ্ধিসহ নানা উদ্যোগ নেন। নাগরিক সচেতনতা বাড়াতেও পদক্ষেপ নেন। এর অংশ হিসেবে ‘ক্লিন সিলেট সিটি’ গড়ার লক্ষ্যে শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে ঝাড়ু হাতে সচেতনতামূলক পরিচ্ছন্নতার কাজে নামেন মেয়র আনোয়ারুজ্জামান। নগরের নাগরী চত্বর থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে সুরমা নদীর তীর হয়ে সার্কিট হাউস পর্যন্ত তারা এ কার্যক্রম চালান। এ সময় তাদের সঙ্গে রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরা অংশ নেন। এ সময় সাবেক টাইগার অধিনায়ক বলেন, ‘এমনিতে সারা দেশে সিলেটবাসীর আলাদা একটা সুনাম আছে। আধ্যাত্মিক এ নগরী আগের চেয়ে এখন আরও বেশি পরিচ্ছন্ন। বিশেষ করে ফুটপাত এবং রাজপথে হকারদের হাঁকাহাঁকি, ঝুট-ঝামেলা বন্ধ করতে অল্প সময়েই সক্ষম হয়েছেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।’

সর্বশেষ খবর