সোমবার, ১৩ মে, ২০২৪ ০০:০০ টা

ভারসাম্য রাখতে হবে ডলার সরবরাহে

--- মির্জ্জা আজিজুল ইসলাম

ভারসাম্য রাখতে হবে ডলার সরবরাহে

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. মির্জ্জা এ বি আজিজুল ইসলাম বলেছেন, বাংলাদেশে অর্থনীতিতে ডলারের দর নির্ধারিত থাকা কঠিন। যে কারণে বাংলাদেশ ব্যাংকের ক্রলিং পেগ পদ্ধতি ঘোষণা সঠিক আছে। এতে কালোবাজারে বা ডলার পাচারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা সহজ হয়। তবে হঠাৎ করে এই পদ্ধতির জন্য বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এটা নিয়ন্ত্রণ করা কঠিন কিছু নয়। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে মির্জ্জা আজিজ বলেন, বাজার সহায়ক ভূমিকা রাখা এখন জরুরি। ডলার সংকটের নানাবিধ কারণ আছে। এই বাজার নিয়ন্ত্রণের জন্য শক্তভাবে বাজারের ওপর নজর রাখা জরুরি। কেউ কেউ হয়তো অনিশ্চয়তার জন্য ডলার নিয়ে শঙ্ক বোধ করছে। সেটা বাজারে ডলারে স্বাভাবিক সরবরাহ ঠিক রাখতে পারলে সেই শঙ্কা কেটে যাবে। ডলারের দরে ভারসাম্য আনার জন্য নতুন পদ্ধতি ঘোষণা হয়েছে। আমাদের আমদানি-রপ্তানি বাণিজ্যে ঘাটতি রয়েছে। আমদানিতে ডলার চাহিদার সঙ্গে সরবরাহ পদ্ধতিতে ঘাটতি আছে সেটা ঠিক রাখা এখন জরুরি। তাহলে এই সংকট থাকবে না।

সর্বশেষ খবর