সোমবার, ১৩ মে, ২০২৪ ০০:০০ টা

খোলাবাজারে কঠোর মনিটরিং করতে হবে

--- সামির সাত্তার

খোলাবাজারে কঠোর মনিটরিং করতে হবে

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সাবেক সভাপতি ব্যারিস্টার সামির সাত্তার বলেছেন, ডলার দর নির্ধারণে বাজারের বাস্তবতা নিয়েই সিদ্ধান্ত থাকা উচিত। তবে বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম  ক্রলিং পেগ পদ্ধতির ভালো-মন্দ দুটিই আছে। এই নিয়ম ঘোষণার আগে একটি পরিকল্পনা থাকা উচিত ছিল। একটি নীতি মেনে করা হলে নেতিবাচক প্রভাব এড়ানো সহজ হতো। নতুন এই নিয়মের কারণে খোলা বাজারে ডলারের দর নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। খোলা বাজারে দর নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জোর মনিটরিং থাকা দরকার। কয়েকটি শাস্তিমূলক উদাহরণে দেখানো গেলে খোলা বাজারে দর নিয়ন্ত্রণ করা যাবে। বাংলাদেশ প্রতিদিনকে সামির সাত্তার বলেন, বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীলতা রাখা একটি বড় চ্যালেঞ্জ। এ ব্যাপারে যথাযথ ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। নতুন নিয়ম চালু হওয়ার পর রপ্তানি বাণিজ্য ও রেমিট্যান্স প্রেরণ করা সুবিধা পাবে। কিন্তু আমদানিনির্ভর শিল্পে এটা নেতিবাচক ভূমিকা রাখবে। আমদানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। এতে মূল্যস্ফীতি বাড়বে। মূল্যস্ফীতি বাড়লে অর্থনীতির সব খাতেই সংকট তৈরি হয়। তিনি বলেন, আমি মনে করি বাজারভিত্তিক ডলার দর থাকা উচিত। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের কাছ থেকে রেমিট্যান্স পাওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য বাজারভিত্তিক বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। সরকারকে অবশ্যই রপ্তানি বাজার বৈচিত্র্যকরণে অগ্রাধিকার দিতে হবে। আমাদের প্রথাগত বাজার ও গতানুগতিক পণ্যের বাইরেও সম্ভাবনাময় একাধিক বাজারে ভিন্ন ভিন্ন নতুন পণ্য রপ্তানি থেকে আয় বৃদ্ধি করা যায়। যদি সেটা করা গেলে সংকট থেকে উত্তরণ সহজ হবে।

সর্বশেষ খবর