সোমবার, ১৩ মে, ২০২৪ ০০:০০ টা
হাসপাতালে অব্যবস্থাপনা

লিফটে ৪৫ মিনিট আটকা বাঁচানো গেল না রোগীকে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের লিফটের ভিতর ৪৫ মিনিট আটকা পড়ে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ভিকটিম মমতাজ বেগম (৫৩) জেলার কাপাসিয়া উপজেলার বাড়িগাঁও গ্রামের মো. শারফু উদ্দিনের স্ত্রী। গতকাল সকালে হাসপাতালের ৩ নম্বর লিফট হঠাৎ বন্ধ হয়ে গেলে সেখানে থাকা মমতাজ বেগম মারা যান। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লিফটে আটকে পড়া সবাইকে উদ্ধার করেন। নিহতের  স্বজনরা লিফট অপারেটরদের দায়িত্ব অবহেলার অভিযোগ করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। নিহতের ভাগনে খন্দকার শাহাদাত হোসেন সেলিম বলেন, আমার মামি মমতাজ বেগম শ্বাসকষ্ট ও হৃদরোগ নিয়ে সকাল ৬টার দিকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেলের ১১ তলার মেডিসিন বিভাগে ভর্তি হন। সেখানে পরীক্ষার পর জানানো হয়, তার হার্টে সমস্যা আছে। পরে চিকিৎসকের পরামর্শে সকালে ১১ তলা থেকে ৩ নম্বর লিফটে উঠিয়ে ৪ তলার হৃদরোগ বিভাগে নেওয়া হচ্ছিল। মমতাজ বেগমের সঙ্গে তার ছেলে আবদুল মান্নান, মেয়ে শারমিনও লিফটে ওঠেন। কিন্তু হাসপাতালের নবম ও দশম তলার মাঝমাঝি অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে লিফটি হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে যায়। তখন আমি লিফটে থাকা মোবাইল নম্বরে একাধিক ব্যক্তিকে বারবার ফোন করলেও তারা সাড়া দেয়নি। আমরা প্রায় ৪৫ মিনিট লিফটের মধ্যে আটকে থাকি। কিন্তু ততক্ষণে লিফটের ভিতরই মামি মারা যান। পরে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা দরজা খুলে মমতাজ বেগমের লাশ উদ্ধার করেন।’ তিনি অভিযোগ করে বলেন, ‘যদি সঠিক সময়ে তাকে উদ্ধার করা হতো তাহলে বাঁচানো যেত।’ নিহতের মেয়ে শারমিন বলেন, ‘ওই সময় আমি, আমার মামা, ভাইসহ কয়েকজন মাকে নিয়ে লিফটের ভিতরে ছিলাম। আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছিল। ৪৫ মিনিট আমরা ভিতরে অবস্থান করেছি, উপায় না পেয়ে ৯৯৯-এ ফোন দিই। ফোন পেয়ে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে। লিফটম্যানদের গাফিলতির কারণে মায়ের মৃত্যু হয়েছে।’ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে লিফটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে রোগী মমতাজ ও তার কয়েক স্বজনসহ হাসপাতালের নবম তলায় লিফটে আটকা পড়েন। পরে লিফটের অপারেটর ও জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা এসে সবাইকে উদ্ধার করে। লিফটে আটকে থাকা সবাই সুস্থ ছিল কিন্তু মমতাজ বেগম মারা গেছেন। তিনি আরও বলেন, এ ঘটনা তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ খবর