সোমবার, ১৩ মে, ২০২৪ ০০:০০ টা

মিল্টনের আশ্রম থেকে উদ্ধার যুবকের কিডনি অক্ষত

ময়মনসিংহ প্রতিনিধি

মাস ছয়েক আগে নিখোঁজ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মানসিক ভারসাম্যহীন সেলিম মিয়াকে (৪০) গত মঙ্গলবার আলোচিত মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকে উদ্ধার করা হয়। এ সময় তার পেটে কাটা দাগ নিয়ে তৈরি হয় সন্দেহ। পরিবার সেলিমের কিডনি চুরির আশঙ্কা করে। পরে ময়মনসিংহ নগরীর একটি ডায়াগনস্টিক  সেন্টারে নিয়ে সেলিমের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। শনিবার রাতে রিপোর্ট দেখে মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. হাসানুল ইসলাম আকাশ জানান, সেলিমের দুটি কিডনিই অক্ষত আছে। তবে শরীরের যে জায়গাটিতে কাটাছেঁড়ার দাগ রয়েছে, সেখান দিয়েই         সাধারণত অস্ত্রোপচার করা হয়। যে কারণে সন্দেহ তৈরি হয়েছিল। তিনি বলেন, মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাকে সম্ভবত শিকলে বেঁধে রাখা হয়েছিল। সে কারণে ওই স্থানে ক্ষত সৃষ্টি হয়ে থাকতে পারে। সেলিম উপজেলার বড়হিত ইউনিয়নের বৃপাচাশী গ্রামের দরিদ্র হাসিম উদ্দিনের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সেলিম বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। সম্প্রতি মিল্টনের আশ্রমের ফেসবুক পেজে সেলিমের ছবি দেখতে পায় তার পরিবার। এরপর গত মঙ্গলবার সেলিমের মা রাবিয়া, চাচাতো ভাই গ্রাম পুলিশ আবদুর রশিদ আশ্রমে গিয়ে তাকে শনাক্ত করেন। পরে থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার সেলিমকে গুরুতর অসুস্থ অবস্থায় সেখান  থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। উদ্ধারের পর তার পেটে কাটা দাগ নিয়ে সন্দেহ তৈরি হয়।

সর্বশেষ খবর