সোমবার, ১৩ মে, ২০২৪ ০০:০০ টা
বয়সসীমা ৩৫ দাবি

আন্দোলনের সময় গ্রেফতার ১২ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শনিবার শাহবাগে আন্দোলন করার সময় গ্রেফতার হওয়া ১২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চাই কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মামুন রশিদ রতন, সদস্য সচিব মো. রাসেল, হুমায়ন কবির, মানিক দাস, আল আমিন, শেখ ফরিদ, আজম মোহাম্মদ, মো. সাদ্দাম হোসেন, আবদুল হাকিম, রিমা আক্তার, শারমিন আক্তার দৃষ্টি ও ফাতেমা আক্তার। গতকাল তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ ২ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই নিজাম  উদ্দিন ফকির।

মামলার সূত্রে জানা যায়, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের দাবিতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এরপর তারা শাহবাগ মোড় অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় কিছু যানবাহনে ভাঙচুর ও রাস্তা অবরোধের অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা করে পুলিশের উপপরিদর্শক এস এম এলিস মাহমুদ। মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।

সর্বশেষ খবর