সোমবার, ১৩ মে, ২০২৪ ০০:০০ টা

সীমান্তে ৩ কেজি স্বর্ণ জব্দ করল বিএসএফ

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত থেকে ২.৩৫ কোটি রুপির বেশি মূল্যের প্রায় ৩ কেজি স্বর্ণ জব্দ করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জওয়ানরা। শনিবার দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে পশ্চিমবঙ্গের নদীয়ার হালদারপাড়া বর্ডার পোস্টে কর্মরত ৩২ ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্তে চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে দেয়। চোরাকারবারিরা যখন এই  স্বর্ণের বারগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ২৬টি স্বর্ণের বার জব্দ করে বিএসএফ। জব্দ স্বর্ণের ওজন ৩.২০৮ কেজি। যার আনুমানিক মূল্য ২ কোটি ৩৫ লাখ ৪৬ হাজার ৭২০ রুপি।

 গোপন খবর পেয়ে বিএসএফ সন্দেহভাজন এলাকায় অতর্কিত অভিযান চালায়। জওয়ানদের একটি দল সীমান্তবর্তী একটি কলাবাগানে আত্মগোপন করে, অন্য দলটি স্থানীয় বাঁশবাগানে ওত পেতে নজরদারি চালাতে থাকে। এ সময় সন্দেহভাজন দুই চোরাকারবারিকে ধারালো ছুরি এবং হাতে কিছু প্যাকেট নিয়ে আন্তর্জাতিক সীমান্তের দিকে এগিয়ে যেতে দেখে। এ সময় কলা বাগান থেকে প্রায় ১৫০ মিটার দূরত্বে আরও তিন চোরাকারবারিকে দেখতে পান যারা স্বর্ণ সংগ্রহ করতে এসেছিলেন। যখন চোরাকারবারিরা প্যাকেটটি বেড়ার ওপর ফেলে দিতে যাচ্ছিল তখন জওয়ানরা তাদের চ্যালেঞ্জ জানায়। এ সময় হঠাৎ করে চোরাকারবারিরা ধারালো ছুরি নিয়ে তাদের ওপর হামলা করে। আত্মরক্ষার্থে জওয়ানরাও এক রাউন্ড রাবার গুলি ছুড়ে। এতে পাচারকারীরা ভয় পেয়ে প্যাকেটটি মাটিতে ফেলে আবার বাংলাদেশের দিকে ছুটে যায়। পরে জওয়ানরা ওই জায়গায় পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালিয়ে দুটি ধারালো ছুরি এবং তিনটি ছোট প্যাকেট জব্ধ করে। পরে প্যাকেটের ভিতর থেকে ২৬টি স্বর্ণের বার পায়। জব্দ স্বর্ণ বনপুর কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর