মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা
কেমন হলো এসএসসির ফল

করোনার স্থবিরতা ক্রমে কাটিয়ে উঠছে ছাত্রছাত্রীরা

এমাম হোসাইন

করোনার স্থবিরতা ক্রমে কাটিয়ে উঠছে ছাত্রছাত্রীরা

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমাম হোসাইন বলেছেন, চলতি বছরে এসএসসি পাস করা শিক্ষার্থীরা করোনার পর দুই বছর সময় পেয়েছিল। এ দুই বছর তারা কাজে লাগিয়ে একাডেমিক দুর্বলতা কিছুটা কাটিয়ে উঠেছে। এ কারণে ফল কিছুটা ভালো হয়েছে। করোনার কারণে শিক্ষার্থীদের মধ্যে যে স্থবিরতা তৈরি হয়েছিল তা অনেকটা কাটিয়ে উঠেছিল বলেই ফল ভালো হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এই অধ্যক্ষ বলেন, চলতি বছর পূর্ণ সিলেবাসে, পূর্ণ সময়ে পরীক্ষা হয়েছে। কিন্তু করোনার সময়ে শিক্ষার্থীরা কিছুটা থমকে গিয়েছিল। মূলধারা থেকে অনেকটা বিচ্ছিন্ন ছিল। ফের তারা মূলধারায় আসতে শুরু করেছে। আশা করছি অচিরেই শিক্ষার্থীরা এসব সমস্যা কাটিয়ে উঠতে পারবে। ছাত্রছাত্রীদের মধ্যে পড়ালেখার যে অনভ্যস্ততা তৈরি হয়েছিল তা থেকে বের করে আনতে শিক্ষকদের বেশ বেগ পেতে হয়েছে। তিনি বলেন, বিভাগভিত্তিক ফলাফলের পার্থক্য, কয়েকটি বোর্ডে পাসের হার কম থাকা, গণিত ও ইংরেজিতে কিছুটা ফল খারাপ হওয়ার প্রভাব পড়েছে সার্বিক ফলাফলে।

সর্বশেষ খবর