মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা
কেমন হলো এসএসসির ফল

প্রভাব পড়েছে গণিত ও ইংরেজিতে দুর্বলতার

কাজী শামীম ফরহাদ

প্রভাব পড়েছে গণিত ও ইংরেজিতে দুর্বলতার

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ বলেছেন, এসএসসি ও সমমানের ফলে গণিত ও ইংরেজিতে তুলনামূলক কম ফলাফল দেখা গেছে। এ দুই বিষয়ে ছাত্রছাত্রীদের দুর্বলতা রয়েই গেছে। করোনা মহামারিতে একাডেমিক কার্যক্রম থেকে কিছুটা দূরে থাকায় শিক্ষার্থীদের মধ্যে মৌলিক জ্ঞানের ঘাটতি তৈরি করেছে। কারণ এ শিক্ষার্থীরা তাদের শিক্ষা বছরের একটি সময় অনলাইনে পড়াশোনা করেছিল। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কাজী শামীম ফরহাদ বলেন, একটি ব্যাচের সঙ্গে অন্য ব্যাচের পরীক্ষার্থীদের তুলনা করা যায় না। এ পরীক্ষার্থীরা ফলাফলে ভালো করেছে বলে মনে করি। তবু করোনার সময় পরীক্ষা না দেওয়ার প্রবণতা, না লেখার প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক দুর্বলতা তৈরি করেছে। এটি না থাকলে ফল আরও ভালো হতো। তিনি বলেন, পরীক্ষায় ভালো করার অন্যতম অনুষঙ্গ হচ্ছে লেখা। আগামীতে যারা পরীক্ষায় অংশ নেবে তাদের উচিত হবে নিয়মিত পাঠের পাশাপাশি নিয়মিত লেখার অনুশীলন করা।

সর্বশেষ খবর