শিরোনাম
মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা
কেমন হলো এসএসসির ফল

পূর্ণ সিলেবাসের কারণে খারাপ হয়েছে অনেকের

মাহবুবুর রহমান মোল্লা

পূর্ণ সিলেবাসের কারণে খারাপ হয়েছে অনেকের

রাজধানীর সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেছেন, চলতি বছরের এসএসসি পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থীরা করোনাভাইরাস মহামারির সময় অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। করোনার দীর্ঘবিরতি তাদের পাঠবিমুখ করেছে, করেছে অ্যান্ড্রয়েড ফোনে আসক্ত। এর প্রভাব পড়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের ফলাফলে। করোনার পরে এবারই প্রথম পূর্ণ সিলেবাসে পূর্ণ সময়ে পরীক্ষা নেওয়া হয়েছে। অনেক ছাত্রছাত্রীর পক্ষে পূর্ণাঙ্গ সিলেবাসে ফিরে এসে পাঠের স্বাভাবিক গতি রক্ষা করা, মনোযোগী হওয়া আর সম্ভব হয়নি। এমন দুর্ভাগ্যের শিকার যারা হয়েছে তারাই ২০২৪ সালে সন্তোষজনক ফল অর্জন করতে ব্যর্থ হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৫ কমে যাওয়ার একটি কারণ হচ্ছে এবার গতবারের চেয়ে পরীক্ষার্থীও কম ছিল। এ ছাড়া সিলেট বোর্ডে পাসের হারের চিত্র সার্বিক ফলাফলে প্রভাব ফেলেছে। কারণ বিভিন্ন বোর্ডের মধ্যে পাসের হারের পার্থক্য ছিল চোখে পড়ার মতো। আর বিষয়ভিত্তিক ইংরেজি ও গণিতে দুর্বলতার কারণেও ফলাফলে প্রভাব ফেলেছে।

সর্বশেষ খবর