শিরোনাম
মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

পুলিশ কনস্টেবলের এসএসসিতে জয় ৫৭ বছর বয়সে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

পুলিশ কনস্টেবলের এসএসসিতে জয় ৫৭ বছর বয়সে

বগুড়ার ট্রাফিক বিভাগের কনস্টেবল আবদুস সামাদের চাকরির বাকি আর মাত্র ২ বছর ১০ মাস। এরই মধ্যে পুলিশে কাটিয়েছেন জীবনের ৩৭ বছর। তবে পালক ঝরে পড়ার আগে ফিনিক্স পাখির মতো জ্বলে উঠেছেন। ৫৭ বছর বয়সে তিনি কারিগরি শাখা থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। রবিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পুলিশ সদস্য আবদুুস সামাদের এ সাফল্যের খবরটি জানা যায়। পুলিশ কনস্টেবল সামাদ রাজশাহী জেলার বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে বগুড়া সদর ট্রাফিক বিভাগে কর্মরত আছেন। সামাদ দুই বছর আগে নাটোরের লালপুরের মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটে নবম শ্রেণিতে ভর্তি হন। সেখান থেকে এ বছর ২০২৪ সালের এসএসসি ও সমমনা পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছেন। জানা গেছে, ১৯৮৭ সালের ১০ অক্টোবর ৩৭ বছর আগে পুলিশ বিভাগে চাকরি পান। নিম্নবিত্ত পরিবারের সন্তান সামাদের আরও দুই ভাই ও এক বোন আছেন। তাই পরিবারের হাল ধরতে সেই সময় অষ্টম শ্রেণি পাস করেই তিনি পুলিশে যোগদান করেন। পরে কর্মস্থলের বাস্তবতায় আর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ হয়নি। তবে চাকরির শেষ সময়ে এসে স্ত্রীর অনুপ্রেরণায় এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলে বাজিমাত করেছেন তিনি। এরই মধ্যে হোমিওপ্যাথির চিকিৎসা শাস্ত্রে তিনি পড়াশোনার মাধ্যমে আয়ত্ত করেছেন। তাই বগুড়া হোমিও কলেজে ডিপ্লোমাতে ভর্তি হয়ে অবসরের পর শেষ জীবনের শেষ সময়টুকু সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিয়ে কাটিয়ে দিতে চান সামাদ।

 

সর্বশেষ খবর