মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা

খসরুর ঘাতক গ্রেফতার হয়নি

নিউইয়র্কে বিক্ষোভ

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

জাকির হোসেন খসরু (৭৪)-এর ঘাতককে ৩৬ দিনেও ধরতে পারেনি পুলিশ। ঘাতকের গ্রেফতার ও শাস্তি দাবিতে ১২ মে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে নিউইয়র্ক সিটির জ্যামাইকায়। শেরপুর জেলা সমিতি এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি আয়োজিত এ সমাবেশে বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেয়। তাদের তুমুল বিক্ষোভের সময় ‘কমিউনিটির নিরাপত্তা চাই এবং অবিলম্বে খসরুর ঘাতকের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগান দেওয়া হয়। ১৬৭ স্ট্রিট এবং হিসাইড এভিনিউর কর্নারের যেখানে ৫ এপ্রিল খসরুকে এক কৃষ্ণাঙ্গ আঘাত হেনেছিল সেখানেও স্লোগান দেওয়া হয়। জামালপুরের সন্তান খসরু আহত হওয়ার পাঁচ দিন পর ১০ এপ্রিল মারা যান। সন্দেহভাজন কৃষ্ণাঙ্গ ঘাতকের ব্যাপারে পুলিশ পুরোপুরি নিশ্চিত হতে না পারলেও যে কোনো সময় তার গ্রেফতারের সংবাদ পাওয়া যাবে বলে তদন্তকারী পুলিশ স্টেশনের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন টিস্যাঙ জানান এই সমাবেশে বক্তৃতাকালে। তিনি খসরুর স্ত্রী শামিমা আকতার শিউলিকেও একই আশ্বাস দিয়েছেন বিক্ষোভ-সমাবেশে। কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তটি মাস্ক পরিহিত থাকায় আজ অবধি সুনির্দিষ্টভাবে তাকে চিহ্নিত করা সম্ভব হয়নি তাই প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিক্ষোভ সমাবেশের সঞ্চালনা করেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার এবং শেরপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। সার্বিক পরিস্থিতির আলোকপাত করেন শেরপুর জেলা সমিতির সভাপতি আনোয়ার হোসেন। তিনি বলেন, আমরা আর কোনো প্রবাসীকে এভাবে হারাতে চাই না। আমরা নিরাপত্তা চাই চলতি পথে। একই দাবিতে এ সময় আরও বক্তব্য রাখেন কমিউনিটি লিডার ওসমান গণি, যুক্তরাষ্ট্র সফররত শেরপুর পৌরসভার চেয়ারম্যান গোলাম কিবরিয়া লিটন, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার ভাইস প্রেসিডেন্ট প্রিন্স আলম, সেক্রেটারি রাশেকুল মালিক এবং জ্যামাইকা মুসলিম সেন্টারের পেশইমাম মীর্জা আবু জাফর বেগ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর