মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা

সাবেক এসপি বাবুল আদালতে ঢলে পড়লেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি তার স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার আদালতে অসুস্থ হয়ে ঢলে পড়েছেন। গতকাল চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুুর রশিদ জানান, মিতু হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় বাবুল আক্তারকে আদালতে হাজির করা হয়। আদালতের কাঠগড়ায় একপর্যায়ে বাবুল ঢলে পড়েন। আদালতসূত্র জানান, সাক্ষ্য দেওয়ার দিন ধার্য থাকলেও সাক্ষ্যদাতা হাজির না হওয়ায় এদিন সাক্ষ্য নেওয়া হয়নি। রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে আদালত বুধবার (১৫ মে) শুনানির পরবর্তী দিন ধার্য করেন। বাবুলের আইনজীবী অ্যাডভোকেট মামুনুল হক চৌধুরী জানান, বাবুল আক্তার কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন।

মামলার ধার্য দিন থাকায় তাকে সকালে ফেনী কারাগার থেকে চট্টগ্রাম আদালতে আনা হয়। আদালতের কাঠগড়ায় বাবুল বেঞ্চে বসা ছিলেন। একপর্যায়ে সেখানে ঢলে পড়েন।

সর্বশেষ খবর