বুধবার, ১৫ মে, ২০২৪ ০০:০০ টা

বিচিত্র ফলে মুগ্ধ রংপুরের রসনাবিলাসীরা

নজরুল মৃধা, রংপুর

বিচিত্র ফলে মুগ্ধ রংপুরের রসনাবিলাসীরা

বাহারি ফলের ম-ম গন্ধ মনে করিয়ে দেয় জ্যৈষ্ঠের আগমন। আর এ মাসের বিচিত্র ফলে মুগ্ধ রংপুরের রসনাবিলাসীরা। রংপুর সিটির বিভিন্ন বাজারে এখন ফলের ছড়াছড়ি। পাওয়া যাচ্ছে আম, জাম, লিচু, জামরুল, আনারস, কলা, লটকন, পেয়ারা, বাঙ্গি ও তরমুজ। কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে পাকা কাঁঠাল। এখানেই শেষ নয়, এ মাসে আরও পাওয়া যাবে কামরাঙা, সফেদা, গাব ও আমড়া। কাঁঠাল জাতীয় ফল হলেও এখানে আমের গুরুত্ব কম নয়। নানা জাতের আম পাওয়া যায়। দেশি আম টক-মিষ্টি স্বাদের হয়ে থাকে। রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা, আম্রপলি, গোপালভোগ, ক্ষীরশাপাত, ল্যাংড়া, রানীভোগ, ফজলিসহ নানা জাতের আমের রসে সিক্ত হবে মুখ। লিচু খুব স্বল্প সময়ের ফল। বাজারে থাকে ৩ থেকে ৪ সপ্তাহ।

সর্বশেষ খবর