বুধবার, ১৫ মে, ২০২৪ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে ছয় মাসে নন-ইমিগ্র্যান্ট ৫২ লাখ ভিসা ইস্যু

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র মার্চ পর্যন্ত ছয় মাসে (চলতি অর্থবছরের প্রথমার্ধ) বাংলাদেশসহ বিশ্বের কনস্যুলেট থেকে ৫২ লাখ নন-ইমিগ্র্যান্ট (ট্যুরিস্ট, ব্যবসা, শিল্পী, খেলোয়াড়, কবি, সাহিত্যিক, অভিনেতা-অভিনেত্রী, কৃষি শ্রমিক ইত্যাদি) ভিসা ইস্যু করেছে। আগের যে কোনো অর্থবছরের একই সময়ের চেয়ে এ সংখ্যা অনেক বেশি বলে পররাষ্ট্র দফতর ১৩ মে ‘মিডিয়া নোটে’ জানায়। ২০২৩ অর্থবছরে নন-ইমিগ্র্যান্ট ভিসা ইস্যুর রেকর্ড ভঙ্গকারী গতি চলতি ২০২৪ অর্থবছরেও অব্যাহত থাকবে বলে বলা হয়েছে, যে কোনো অর্থবছরের প্রথম ছয় মাসের চেয়ে গত ছয় মাসে নন-ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু ৩০% বেড়েছে। জাতীয় নিরাপত্তার প্রতি খেয়াল রেখে যাবতীয় প্রক্রিয়া অবলম্বনের পর নন-ইমিগ্র্যান্ট ভিসা ইস্যুর মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের প্রবৃদ্ধি বৃদ্ধির ইতিবাচক প্রভাব পড়েছে এবং তা আরও বেগবান করতে কর্মকর্তারা সচেষ্ট রয়েছেন। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পর্যটকেরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বার্ষিক গড়ে ২৩৯ বিলিয়ন ডলারের অবদান রাখছে, যা ৯৫ লাখ আমেরিকানের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।

পররাষ্ট্র দফতর বলছে, গত ছয় মাসে পারিবারিক কোটাসহ দক্ষ শ্রমিকদের গ্রিনকার্ড প্রদানের জন্য ২ লাখ ৮১ হাজার ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে মার্কিন নাগরিকদের নিকটাত্মীয় ১ লাখ ৫২ হাজার।

সর্বশেষ খবর