বুধবার, ১৫ মে, ২০২৪ ০০:০০ টা

পলিথিন ও প্লাস্টিক বর্জ্যে জ্বালানি তেল!

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক থেকে জ্বালানি তেল তৈরি করে তাক লাগিয়ে দিলেন এক তরুণ। প্লাস্টিক কাঁচামাল দিয়ে বিশেষ প্রক্রিয়ায় জ্বালানি তেল উৎপাদনের পাশাপাশি প্রিন্টারের কার্বন কালি তৈরি করছেন তিনি। এ তরুণ উদ্যোক্তা রায়হানের বাড়ি ভোলার চরফ্যাশনে। স্থানীয় দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী তিনি। তার প্লাস্টিক ও পলিথিন বর্জ্য থেকে জ্বালানি তেল তৈরির ক্ষুদ্র কারখানাটি পরিদর্শন করছেন অনেকে। প্লাস্টিক বর্জ্য থেকে তেল তৈরির এ ঘটনা জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রায়হানের ক্ষুদ্র এ কারখানা চরমানিকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে চরকচ্ছপিয়া গ্রামে তার বাড়িতে। তিনি চরমানিকা এলাকার মো. দ্বীন ইসলাম মুন্সীর ছেলে। ক্ষতিকর পলিথিন ও প্লাস্টিকের বোতল পচে না। কৃষি জমিতে বা অকৃষি জমিতে পড়ে থাকলে কোনো ফসল হয় না। পরিত্যক্ত এ বর্জ্য থেকে কাঁচামাল ব্যবহার করে তৈরি করা হচ্ছে জ্বালানি তেল। এ তেলে পরিবহন চলে। একটি ড্রাম বসিয়ে তার সঙ্গে কয়েকটি ছোট কনটেইনার বসিয়ে প্লাস্টিক বোতল ও পলিথিন পুড়িয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হচ্ছে জ্বালানি তেল। উদ্যোক্তা রায়হান বলেন, বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ব্যবহৃত ক্ষতিকর পলিথিন ও ফেলে দেওয়া প্লাস্টিক বোতল লোহার ড্রামে নির্গত আগুনের মাধ্যমে বায়ো গ্যাস অপর একটি কনটেইনার বা প্লাস্টিকের ড্রামের মধ্যে রাখা হয়। পরে ঠান্ডা হলে পর্যায়ক্রমে জ্বালানি তেল জমে। সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল দেখে বাবার কাছ থেকে স্কুল-কলেজে পড়ালেখা অবস্থায় টিফিনের জন্য জমানো টাকা থেকে রায়হান এ কাজ শুরু করেন। হাট-বাজার থেকে পরিত্যক্ত পলিথিন সংগ্রহ করে পরীক্ষামূলকভাবে নিজ বাড়িতে ১টি তাপ সহনশীল লোহার ড্রাম, ১টি বড় প্লাস্টিক ড্রাম, ৪টি কনটেইনার, ১টি ২০ ফুট পাইপ ড্রামের সঙ্গে সংযোগ দিয়ে কাজ শুরু করেন। পরে ড্রামে পলিথিন ও প্লাস্টিক দিয়ে আগুনে তা গলিয়ে জ্বালানি তেল ও প্রিন্টারের কালি তৈরি করা হচ্ছে। ১ লিটার ডিজেল, লিটারপ্রতি তার খরচ হয় ২০-৩০ টাকা। সরকারের সহযোগিতা পেলে  প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন করে অর্থনীতিতে  অবদান রাখতে চান এ তরুণ। তার স্বপ্ন আর্থিক পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে বড় কারখানা গড়ে তুলে এলাকার বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা। দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাশেম মহাজন বলেন, তার কলেজের ছাত্র রায়হান প্রতিভাবান এক তরুণ। তার পাশে সরকার ও উদ্যোক্তাদের এগিয়ে আসা দরকার।

সর্বশেষ খবর