বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ০০:০০ টা
বিস্ময়কর সম্পদ উপজেলা প্রার্থীদের

লাখ টাকায় ১০ ভরি সোনা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলায়। এর মধ্যে মিঠাপুকুর উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান দুজন, মহিলা ভাইস চেয়ারম্যান দুজন এবং পীরগঞ্জে চেয়ারম্যান তিনজন, ভাইস চেয়ারম্যান পাঁচজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুই উপজেলার  চেয়ারম্যান পদে ছয় প্রতিদ্বন্দ্বীই ব্যবসায়ী। এদের মধ্যে নগদ টাকা বেশি নুর আলম জাদু মিয়ার। এর মধ্যে এক প্রার্থী ১০ ভরি স্বর্ণের মূল্য দেখিয়েছেন ১ লাখ টাকা। সেই হিসেবে প্রতি ভরি স্বর্ণের মূল্য ১০ হাজার টাকা। মিঠাপুকুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামানের কৃষি খাতে আয় দেড় লাখ, ব্যবসায় ১৫ লাখ, হাতে নগদ আছে ১ লাখ এবং ব্যাংক-বিমায় রয়েছে ৫ লাখ টাকা। এর বাইরে তার কাছে থাকা ১০ ভরি স্বর্ণের মূল্য দেখিয়েছেন ১ লাখ টাকা। কৃষি জমি ৩ দশমিক ৫০ একর এবং ঋণ রয়েছে ৪৯ লাখ ৯৫ হাজার টাকা।

মিঠাপুকুরের মোতাহার হোসেন মন্ডল মওলার ব্যবসা বাবদ আয় ১১ লাখ ৮৫ হাজার ৫৮৫ টাকা ও কৃষি খাতে ১ লাখ টাকা। ব্যাংকে জমা ৪৬ লাখ ২১ হাজার ২০৪ টাকা। কৃষি জমি রয়েছে ৬ লাখ ৮০ হাজার টাকার। অকৃষিতে আয় রয়েছে ৩৪ লাখ ৮৩ হাজার ৩৩৩ টাকা। নগদ দেখিয়েছেন ১০ লাখ টাকা। বাড়ি-অ্যাপার্টমেন্ট ৪৬ লাখ ৫৯ হাজার টাকা। দেনা রয়েয়ে ৭০ লাখ টাকা। মিঠাপুকুরের শাহ শাদমান ইশরাক ব্যবসায় আয় দেখিয়েছেন ২ লাখ ৯০ হাজার টাকা। অকৃষি জমি রয়েছে ২৯ দশমিক ২৯ শতক। যার মূল্য ১৭ লাখ ৫০ হাজার টাকা। পীরগঞ্জের নুর মোহাম্মদ ম লের আয় দেখানো হয়ে ১ লাখ ৪৫ হাজার টাকা। এর মধ্যে ব্যবসায় আয় ৬ লাখ ১ হাজার ৪৮৬ টাকা।  এ ছাড়া নগদ ২৫ লাখ এবং ঋণ রয়েছে ৫৫ লাখ টাকা। পীরগঞ্জর নুর আলম জাদু মিয়া কৃষিতে আয় ৪৫ হাজার টাকা। ব্যবসায় ১১ লাখ টাকা। নগদ ৮৯ লাখ ৪৪ হাজার ২৫০ টাকা। কৃষি জমি রয়েছে ৫ দশমিক ৬৬ একর। অকৃষি জমি ২ একর এবং ১ কোটি ৪ লাখ টাকা ঋণ রয়েছে। পীরগঞ্জের মোকররম হোসেন চৌধুরী জাহাঙ্গীরের কৃষি আয় ৪৮ হাজার টাকা। ব্যবসায় ২ লাখ ৬৬ হাজার ৬৬৭ টাকা। তার নগদ রয়েছে ৩ লাখ টাকা। স্বর্ণ দুই ভরি দেখালেও মূল্য দেননি। কৃষি জমি রয়েছে ২ একর এবং অকৃষি জমি ৬ শতক।

সর্বশেষ খবর