শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ০০:০০ টা
বিস্ময়কর সম্পদ উপজেলা প্রার্থীদের

কয়েক বছরেই সম্পদের পাহাড় যুবলীগ নেতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

তৃতীয় ধাপে বগুড়া সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শুভাশীষ লিটন পোদ্দারের সম্পদ কয়েক বছরের ব্যবধানে ফুলেফেঁপে উঠেছে। দীর্ঘদিন বগুড়া জেলা যুবলীগ সভাপতির দায়িত্ব পালন করে আসা লিটন ক্ষমতা নামের আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে পেয়েছেন। যা বদলে দিয়েছে তার ভাগ্য। বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন। হাউজিং ব্যবসাসহ তার নামে বিভিন্ন মার্কেটে দোকান এবং অকৃষি জমি রয়েছে। তার সম্পদের ‘আংশিক’ তথ্য মিলেছে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায়। এর বাইরে তার আরও অনেক সম্পদ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি মালিক হয়েছেন বিলাশবহুল মার্কেটের। বানিয়েছেন বহুতল ভবন।

এদিকে, হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন ২০ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা। এর মধ্যে ব্যবসা থেকে ১৬ লাখ, বাড়ি ভাড়া বাবদ ২ লাখ এবং শেয়ার-সঞ্চয়পত্র থেকে ২ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা। এ ছাড়া হাউজিং ব্যবসায় বিনিয়োগ রয়েছে ১ কোটি টাকা। ৪৪ দশমিক ৫ শতাংশ অকৃষি জমির মালিক তিনি। যার মূল্য দেখানো হয়েছে ৯ লাখ ৮৯ হাজার এবং দুটি ফ্ল্যাটের মূল্য দেখিয়েছেন ৪২ লাখ টাকা। মোমিন মার্কেটে পাঁচটি দোকান, রানা প্লাজায় একটি এবং রেলওয়ে মার্কেটে তিনটি দোকান রয়েছে। আরও আছে ১ কোটি ২০ লাখ টাকার সম্পদ। লিটনের দাবি তিনি একটি কোম্পানি থেকে ঋণ নিয়ে ব্যবসার মাধ্যমে সম্পদ গড়েছেন। তার কাছে নগদ আছে ৩ লাখ, জীবন বীমায় জমা ১০ লাখ ২১ হাজার ৩০৬ এবং সঞ্চয়পত্র রয়েছে ৩০ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া তার স্ত্রীর নামে ৩৭ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ব্যাংকে জমা ৫ লাখ ৭৪ হাজার ৫৩২ টাকা আছে। তার স্ত্রী সঞ্চিতা রানী পোদ্দার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তারও রয়েছে অনেক সম্পদ। তিনি বছরে আয় দেখিয়েছেন ৮ লাখ ৭২ হাজার ৫৪৭ টাকা। এর মধ্যে বাড়ি ভাড়া ৬০ হাজার, সঞ্চয়পত্র থেকে ৪ লাখ ৬৪ হাজার ৪৭৯ এবং চাকরি থেকে আয় ৩ লাখ ৪৮ হাজার ১০৮ টাকা। যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের নিজের যেমন ১০ ভরি স্বর্ণালংকার আছে, তেমনি স্ত্রীরও রয়েছে একই পরিমাণ গয়না।

সর্বশেষ খবর