শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ০০:০০ টা

রপ্তানি লক্ষ্যমাত্রা ১১০ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক

রপ্তানি নীতিমালা ২০২৪-২৫-এর খসড়া অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে টিসিবি কর্তৃক নিত্যপণ্য আমদানি বা স্থানীয়ভাবে কেনার ক্ষেত্রে সময়সীমা ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।

গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে কমিটির অষ্টম সভায় এসব অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, সভায় রপ্তানিকারকদের উৎসাহিত করতে আর্থিক প্রণোদনার বিকল্প পদক্ষেপ গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ২০২৪-২৭ মেয়াদে ১১০ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রপ্তানি প্রক্রিয়ায় অনুসরণ করা বিভিন্ন ধাপ এখানে (রপ্তানিনীতি) অন্তুর্ভুক্ত করা হয়েছে। সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া খাতের সম্ভাবনাময় নতুন কিছু পণ্য ও সেবা যেমন সবজি, হস্ত ও কারু পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ উন্নয়নমূলক খাতে স্পিনিং, ফেব্রিক্স, ম্যানুফ্যাকচারিং, ডাইং, প্রিন্টিং অন্তর্ভুক্ত করা হয়েছে। ওষুধশিল্প ও মেডিকেল ইকুইপমেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্ষ পণ্য হস্তশিল্পকে নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সমন্বয় ও সংস্কার সচিব আরও বলেন, রপ্তানিনীতি ২০২৪-২৫-এর খসড়া অনুমোদন দিয়েছে কমিটি। অর্থনৈতিক উন্নয়নে সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনা, রপ্তানি খাতের চাহিদা এবং বিশ্ববাণিজ্য পরিস্থিতি ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি প্রণয়নের লক্ষ্যে প্রতি তিন বছর অন্তর রপ্তানিনীতি প্রণয়ন করা হয়। বিদ্যমান রপ্তানিনীতি ২০২১-২৪-এর মেয়াদ আগামী ৩০ জুন শেষ হবে। এ ধারাবাহিকতায় রপ্তানি নীতিমালা ২০২৪-২৫-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। তিনি আরও বলেন, টিসিবি কর্তৃক রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী আমদানি বা স্থানীয়ভাবে কেনার ক্ষেত্রে সময়সীমা ২০২৪ সালের ২৬ মে থেকে বাড়িয়ে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনক্রমে টিসিবি পিঁয়াজ, রসুন, মসুর ডাল, ছোলা, মসলা, শুকনা মরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, ধনে, জিরা, আদা, হলুদ, তেজপাতা, সরাবিন তেল, পাম অয়েল, চিনি, লবণ, আলু, খেজুর, রাইস ব্র্যান অয়েলসহ অন্যান্য ভোজ্য তেল ইত্যাদি আমদানি বা স্থানীয়ভাবে কিনে থাকে।

সর্বশেষ খবর