শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

জামালপুরে চার সন্তান প্রসব

জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন খুশি বেগম নামে এক নারী। তবে পরে তিন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের জানান, গতকাল উপজেলার চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজার এলাকার দিনমজুর শফিকুল ইসলামের স্ত্রী খুশি বেগম ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন পুত্র ও এক কন্যা সন্তানের জন্ম দেন। তবে বাচ্চার ওজন কম হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই চার শিশুর মধ্যে দুই ছেলে এবং এক মেয়ে মারা যায়। বেঁচে থাকা একমাত্র ছেলে শিশুটির অবস্থাও শঙ্কটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর