শুক্রবার, ১৭ মে, ২০২৪ ০০:০০ টা

ফের দাবদাহের কবলে দেশ

দুজনের মৃত্যু, পাঁচ বিভাগে হিট অ্যালার্ট

প্রতিদিন ডেস্ক

ফের দাবদাহের কবলে দেশ

দেশ আবার দাবদাহের কবলে পড়েছে। তাপমাত্রা উঠেছে ৪০ ডিগ্রির কাছে। এ অবস্থায় বুধবার থেকে পাঁচ বিভাগে হিট অ্যালার্ট জারি রয়েছে। এদিকে দাবদাহের মধ্যে দুই স্থানে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী বিভাগের ঈশ্বরদীতে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ছিল ৩৭.৭, রাজশাহীতে ৩৮.৮, রংপুরে ৩৮.২, ময়মনসিংহে ৩৭.০ এবং সিলেটে ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। সূত্র জানান, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপমাত্রা আজ সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ পাঁচ বিভাগে হিট অ্যালার্ট জারি রয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, দেশের ৬৪ জেলার ৪২টিতে মৃদু থেকে মাঝারি দাবদাহ বিরাজ করছে। পূর্বাভাসে বলা হয়েছে : পাবনা, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও রাঙামাটি জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবান জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট বিভাগ এবং রাজশাহী ও রংপুর বিভাগের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে ও বিস্তার লাভ করতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া বিভাগ উল্লেখ করেছে, ২০ মে’র পর সাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস আছে, যেটি শক্তি পেলে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ ও গভীর নিম্নচাপের ধাপ পেরিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ভারতের আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম রাখা হবে ‘রেমাল’। সিলেটে তীব্র গরমে মাথা ঘুরে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে মহানগরের জিন্দাবাজারে একটি শপিং মলের সামনে এ ঘটনা ঘটে। মৃত মো. শফিকুল ইসলাম (৩৫) মৌলভীবাজারের জুড়ী উপজেলার নয়াগ্রামের আবু আহমেদের ছেলে। তিনি ব্যবসায়িক কাজে সিলেটে বসবাস করতেন।

সর্বশেষ খবর