শুক্রবার, ১৭ মে, ২০২৪ ০০:০০ টা
বাজেট ২০২৪ - ২০২৫

ফ্ল্যাট বা প্লট নিবন্ধন খরচ যেন না বাড়ে

আলমগীর শামসুল আলামিন

শাহেদ আলী ইরশাদ

ফ্ল্যাট বা প্লট নিবন্ধন খরচ যেন না বাড়ে

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সাবেক সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেছেন, ২০২৪-২৫ অর্থবছরের জন্য আমরা রিয়েল এস্টেট বান্ধব একটি বাজেট চাই। বর্তমানে রেজিস্ট্রেশন সংক্রান্ত ব্যয় অত্যধিক হওয়ায় ফ্ল্যাট বা প্লট ক্রেতারা রেজিস্ট্রেশন করার আগ্রহ হারিয়ে ফেলছেন। ফলে সরকার এ খাত থেকে যথাযথ রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। তাই বাজেট প্রণয়নে এ বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। মূল্যস্ফীতির চাপে মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে। ফলে ফ্ল্যাট কিনতে আগ্রহী হচ্ছে না। ইতোমধ্যে আমাদের ফ্ল্যাট বিক্রি অনেক কমে গেছে। তাই এ সংকটের সময়ে আবাসন খাতের ঘুরে দাঁড়ানোর মতো একটি বাজেট প্রত্যাশা করছি। আগামী অর্থবছরের বাজেট নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এমন প্রত্যাশা করেন। শামসুল আলামিন রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর শামসুল আলামিন আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। সেজন্য খরচ যাতে না বাড়ে বাজেটে সে বিষয়টি মাথায় রাখা উচিত। বিশেষ করে আবাসন খাতের নিবন্ধন খরচটা যেন আর  না বাড়ানো হয়। অতিরিক্ত ভ্যাট, ট্যাক্স আরোপ না করা হয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবাসনের খরচ যাতে না বাড়ে সেই বিষয়টি মাথায় রেখে একটি বাজেট দেওয়া হবে বলে আশা করি। রিহ্যাবের সাবেক সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, আবাসন খাতের নির্মাণ উপকরণের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়া, তহবিল সংকট, পর্যাপ্ত ঋণ না পাওয়ায় এ খাতে মন্দাভাব চলছে। তাই ঘুরে দাঁড়াতে এবারের বাজেটেও আমরা আবাসন খাতের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা চাই।

সর্বশেষ খবর