শুক্রবার, ১৭ মে, ২০২৪ ০০:০০ টা

হাসপাতালে দেড় মাসে তিন আগুন নিয়ে রহস্য

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সকালে ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে স্টোর রুমে থাকা সমস্ত মালামাল পুড়ে গেলেও এ ঘটনায় কেউ আহত হয়নি। এ নিয়ে গত দেড় মাসে এখানে তিনবার আগুন লাগার ঘটনা ঘটল। দফায় দফায় আগুন লাগার কারণ অনুসন্ধানে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে বারবার আগুন লাগার ঘটনাকে রহস্যজনক মনে করছেন স্থানীয়রা। হাসপাতালে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় স্টোর রুমে কালো ধোঁয়া দেখতে পান তারা। মুহূর্তের মধ্যেই ধোঁয়ার কুন্ডলী আশপাশে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কে মুমূর্ষু রোগীসহ স্বজনেরা হুড়োহুড়ি করে বিভিন্ন তলা থেকে নিচে নেমে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা সুভাষ বাড়ৈই বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে দেখি দ্বিতীয় তলার স্টোর রুমে দাউ দাউ করে আগুন জ্বলছে। তবে আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। হাসপাতালটির উপপরিচালক দীপক কুমার বলেন, হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম ছিল। আগুনে পুড়ে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ধারণ করার কাজ চলছে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোরশেদ আলম। জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, ‘এ নিয়ে গত দেড় মাসে হাসপাতালে তিনবার আগুন লেগেছে। বিষয়টি নিয়ে আমরা খুবই আতঙ্কিত ও শঙ্কিত। এটি এক হাজার বেডের হাসপাতাল। এসব জায়গায় আগুন লাগলে বিপুল প্রাণহানির শঙ্কা থাকে।’

এর আগে গত ২৩ মার্চ হাসপাতালটির মর্গে আগুন লাগে। এরপর ৩১ মার্চ দুপুরে হাসপাতাল ভবনের ছয় তলায় আগুনের ঘটনা ঘটে।

সর্বশেষ খবর