শুক্রবার, ১৭ মে, ২০২৪ ০০:০০ টা

সপ্তাহজুড়েই শেয়ারবাজারে দরপতন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের পাঁচ দিনই দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকয়টি মূল্যসূচক কমেছে। পাঁচ দিনে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ১৪৩ পয়েন্ট। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে ৫ হাজার ৫১৯ পয়েন্টে নেমে গেছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ১২২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ২৫ প্রতিষ্ঠানের। আর ৫৭টির দাম অপরিবর্তিত রয়েছে। সবকয়টি মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। দিনভর বাজারটিতে  লেনদেন হয়েছে ৬৭৬ কোটি ৭৯ লাখ টাকা। আগের দিন বুধবার লেনদেন হয় ৫২৬ কোটি ৩৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৫০ কোটি ৪৬ লাখ টাকা। এ লেনদেনে সব থেকে বেশি অবদান রেখেছে এশিয়াটিক ল্যাবরেটরিসের শেয়ার।

কোম্পানিটির ৪৬ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে লাভেলো আইসক্রিমের শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৩৫ লাখ টাকার। ৩০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ই-জেনারেশন।

সর্বশেষ খবর