শুক্রবার, ১৭ মে, ২০২৪ ০০:০০ টা

রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ১২ বছর। ওই শিশু পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ঢাকায় আসছিল বলে জানা গেছে। বুধবার রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। গতকাল ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির এসআই তারা মিয়া জানান, বনানী আর্মি স্টেডিয়ামের পশ্চিম পাশে কমলাপুরগামী পঞ্চগড় এক্সপ্রেসওয়ের চলন্ত ট্রেনের দরজা থেকে নিচে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। খবর পেয়ে রাতেই সেখান থেকে লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ গতকাল দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) পাঠানো হয়। 

যুবকের মৃত্যু : এদিকে লালবাগের আজিমপুর বটতলায় বুধবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রথমে অচেতন অবস্থায় সাইমনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

পরে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক সূত্র জানায়, ওই যুবক পেশায় অটোরিকশাচালক। প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার পাশে একটি টিনের বেড়ার কাছে যান তিনি। এ সময় টিনের সঙ্গে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

সর্বশেষ খবর