শুক্রবার, ১৭ মে, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

পাপুলের শ্যালিকাসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী সহিদ ইসলাম পাপুলের শ্যালিকা জেসমিন প্রধান ও কর অঞ্চল-৪ এর উপকর কমিশনার খন্দকার হাসানুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রতারণার আশ্রয় নিয়ে পাঁচ বছরের আয়কর রিটার্ন ও রেজিস্টার ঘষামাজা করে আয়, সম্পদ ও পারিবারিক ব্যয়ে পরিবর্তন। গতকাল দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মশিউর রহমান মামলাটি করেন। এ মামলার অপর আসামি- কর অঞ্চল-৮ এর উচ্চমান সহকারী হিরেশ লাল বর্মণ। মামলার এজাহারে বলা হয়, জেসমিন প্রধান ২০২১ সালের শেষ দিকে কর সার্কেল-১৬৫, কর অঞ্চল-০৮, এর অফিসে কর্মরত কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে ২০১৬-১৭ করবর্ষ থেকে ২০২০-২১ করবর্ষ পর্যন্ত রিটার্ন একই দিনে তড়িঘড়ি করে দাখিল করেন। এক্ষেত্রে কর্তৃপক্ষের চোখে ফাঁকি দেওয়ার উদ্দেশে কর সার্কেলের যাবতীয় রেজিস্টারে ঘষামাজা করে টাকার অঙ্ক পরিবর্তন-পরিমার্জন হয়েছে। যার প্রমাণ মিলেছে দুদকের জব্দ করা নথিপত্রেও।

সর্বশেষ খবর