শনিবার, ১৮ মে, ২০২৪ ০০:০০ টা
কীভাবে ফিরবে ক্যাম্পাসের পরিবেশ

সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর ছাত্রলীগ

--- শেখ ওয়ালী আসিফ ইনান

ছাব্বিরুল ইসলাম

সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর ছাত্রলীগ

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন, ছাত্রলীগের বিরুদ্ধে ওঠা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সিট দখল, সিট বাণিজ্যের অভিযোগ মিথ্যে-বানোয়াট। ছাত্রলীগ সবসময় স্বচ্ছতার রাজনীতি করে। গতকাল এক সাক্ষাৎকারে বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মারামারি, অস্থিরতা সৃষ্টি, হলের সিট দখল, সিট বাণিজ্যের অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় এবং হলগুলোতে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান না থাকায় ক্যাম্পাসগুলোতে সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগের একাধিপত্য এসব সমস্যার কারণ বলে অভিযোগ করে বিরোধী রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো। এসব অভিযোগকে নাকচ করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আমাদের ক্যাম্পাসগুলোতে এখন সুন্দর পরিবেশ বিরাজ করছে। কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা নেই। ছাত্রলীগ সবসময়ই স্বচ্ছতার রাজনীতি করে। ছাত্রলীগ গণতান্ত্রিক নেতৃত্বে বিশ্বাসী, সব দলমতনির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করে ছাত্রলীগ। ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ছাত্রলীগ বদ্ধপরিকর। ছাত্রলীগের বিরুদ্ধে যেসব সিট বাণিজ্য ও দখলদারিত্বের অভিযোগ ওঠে এগুলো সব মিথ্যে ও বানোয়াট।

ছাত্র সংসদ নির্বাচন না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচন প্রশাসনের ওপর নির্ভর করে। সুষ্ঠু নির্বাচনের জন্য তারা যখন উপযুক্ত পরিবেশ মনে করবে তখন নির্বাচন দেবে। এক্ষেত্রে আমরা চেষ্টা করছি প্রশাসনের সঙ্গে বসার। আমরাও চাই ছাত্র সংসদ নির্বাচন হোক। ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্রলীগ কোনো পদক্ষেপ নিচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রলীগ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার জন্য সচেষ্ট। বিভিন্ন সময় দলের অভ্যন্তরীণ কিছু বিশৃঙ্খলা হয় এবং মারামারির ঘটনা ঘটে। কিন্তু আমরা সবসময় তদারকি করি যেন এমনটি না হয় এবং সর্বদা শান্তি বিরাজ করে। ক্যাম্পাসগুলোতে কোনো স্বাধীনতাবিরোধী অপশক্তি, নিষিদ্ধ দল যেন তাদের তৎপরতা চালাতে না পারে সেজন্য আমরা সর্বদা সতর্কতা অবলম্বন করে থাকি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর