শনিবার, ১৮ মে, ২০২৪ ০০:০০ টা

আইসিসিবিতে ‘সেইফকন’ ও ‘কোল্ড চেইন’ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

আইসিসিবিতে ‘সেইফকন’ ও ‘কোল্ড চেইন’ প্রদর্শনী

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে ‘সেইফকন’ ও ‘কোল্ড চেইন’ প্রদর্শনী।

বিশ্বের ১৬টি দেশের ২৫০টি প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নিয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রজেক্ট ও প্রতিষ্ঠান থেকে দর্শনার্থীরা প্রদর্শনীতে আসছেন। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীর আজ শেষ দিন। প্রদর্শনীটি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রয়েছে।

আয়োজকরা জানান, বাংলাদেশে কোল্ড চেইন এবং অবকাঠামো নির্মাণ শিল্পের ওপর বড় ধরনের প্রদর্শনী এটি। এখানে কোল্ড চেইন এবং কোল্ড স্টোরেজে নানা প্রযুক্তি, অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, পানি ব্যবস্থাপনা ও সেইফ এইচভিএসিআর সংশ্লিষ্ট দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর যত পণ্য ও সল্যুশন সার্ভিসেস আছে, তা নিয়ে তারা অংশগ্রহণ করেছে। তারা আরও জানান, অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে যেসব পণ্য টেকসই, এনার্জি ইফিশিয়েন্ট এবং পরিবেশবান্ধব, সেসব পণ্য ও প্রযুক্তি কেবল এ প্রদর্শনীতে স্থান পেয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর