শনিবার, ১৮ মে, ২০২৪ ০০:০০ টা

বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন তিন দিন বন্ধ

বেনাপোল প্রতিনিধি

ভারতে লোকসভা নির্বাচন উপলক্ষে আজ থেকে তিন দিন বেনাপোল ও পেট্রাপোল চেকপোস্ট বন্ধ থাকবে। এ সময় বেনাপোল হয়ে কোনো পাসপোর্টধারী যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন না। তবে গুরুতর অসুস্থ মেডিকেল ভিসাধারীরা নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। এ ছাড়া ২১ মে উপজেলা নির্বাচন এবং ২২ মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশে সরকারি ছুটি থাকায় ১৮-২২ মে (পাঁচ দিন) এ বন্দরে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি।

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন সহকারী পরিচালক গৌতম বাবু জানান, ২০ মে বনগাঁ লোকসভা নির্বাচন।

এ কারণে বেনাপোল-পেট্রাপোল দিয়ে ১৭ মে সন্ধ্যা ৬টার পর থেকে ইমিগ্রেশন কার্যক্রম সীমিত আকারে চলবে। গুরুতর অসুস্থ এবং বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের জন্য শুধু ইমিগ্রেশন খোলা থাকবে। পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী টেলিফোনে জানান, পশ্চিম বাংলার উত্তর ২৪ পরগনার বনগাঁ আসনের লোকসভা নির্বাচন ২০ মে। কঠোর নিরাপত্তায় নির্বাচন করার জন্য প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে। এ কারণে ১৮ থেকে ২০ মে ভারত-বাংলাদেশ পাসপোর্টধারী যাত্রী যাতায়াত ও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন বলেন, পেট্রাপোল বন্দর তিন দিন বন্ধ থাকবে মর্মে নির্দেশনা পেয়েছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর