শনিবার, ১৮ মে, ২০২৪ ০০:০০ টা

র‌্যাব হেফাজতে নারী আসামির মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ভৈরবে র‌্যাবের হেফাজতে সুরাইয়া খাতুন (৫২) নামে এক নারী আসামির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল ৭টার দিকে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার রাতে সুরাইয়া ও তার ছেলে তাইজুল ইসলাম লিমনকে (২৩) ময়মনসিংহের নান্দাইল থেকে আটকের পর ভৈরব র‌্যাব ক্যাম্পে নেওয়া হয়। সুরাইয়া খাতুন নান্দাইল উপজেলার বরুনাকান্দা গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। পুত্রবধূ রেখা আক্তার হত্যা মামলার আসামি হিসেবে বৃহস্পতিবার রাতে নান্দাইল উপজেলার নতুন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে। রাতেই ওই নারীকে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পে নেওয়া হয়। গতকাল সকালে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় র‌্যাব। জরুরি বিভাগ থেকে জানানো হয় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। এ বিষয়ে র‌্যাবের ভৈরব ক্যাম্পের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের তথ্য দিতে অপারগতা প্রকাশ করে। ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ফাহিম ফয়সাল বলেন, ময়মনসিংহ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে এ বিষয়ে ব্রিফ করবেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, সকাল ৭টার দিকে সুরাইয়া খাতুনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন র‌্যাবের সদস্যরা। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, এ ঘটনায় তাদের দায়িত্ব হলো সাধারণ ডায়েরি (জিডি) করে কেবল মৃত ব্যক্তির ময়নাতদন্ত করানো। জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ রাত সোয়া ৮টার দিকে বাংলাদেশ প্রতিদিনকে জানান, মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানকে পাঠানো হয়েছে। সুরতহালের পর ময়নাতদন্ত করা হবে। এর পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর সংশ্লিষ্ট বিভাগই বিষয়টি তদন্ত করবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর