শিরোনাম
শনিবার, ১৮ মে, ২০২৪ ০০:০০ টা

অনলাইনে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়া ৩২ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি

অনুমতিবিহীন রোহিঙ্গা ক্যাম্পের বাইরে এসে ভার্চুয়ালি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার অভিযোগে ৩২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে গতকাল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় দুটি ল্যাপটপ, একটি প্রজেক্টর, ৩২টি মোবাইল ফোন ও সংগঠনের বিভিন্ন ডকুমেন্টস জব্দ করা হয়েছে। উখিয়ার একটি হল ভাড়া নিয়ে ‘এশিয়া প্যাসিফিক সামিট অব রিফিউজিস’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেয়। আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশে  অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে যোগসাজশ রক্ষা করে ক্যাম্পের অভ্যন্তরে নিয়োজিত বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম এবং তথ্য পাচারে এরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে বলে ধারণা রাষ্ট্রীয় নিরাপত্তায় নিয়োজিত গোয়েন্দাদের। উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর