শনিবার, ১৮ মে, ২০২৪ ০০:০০ টা

হিমাগারে পচা আলুর স্তূপ, দুর্গন্ধে দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর নগরীর দক্ষিণে ধর্মদাশ এলাকায় রংপুর হিমাগারের মূল ভবনের সামনে পচা আলুর স্তূপ পড়েছে। এ স্তূপের আলুর দুর্গন্ধে দুর্বিষহ হয়ে উঠেছে স্থানীয় এবং মহাসড়কে চলাচলরত মানুষের জীবন। এ অবস্থা প্রায় ১০ দিন ধরে চলে আসলেও আলু অপসারণের কোনো উদ্যোগ লক্ষ্য করছে না

স্থানীরা। ওই হিমাগারের সামনে দিয়ে চলাচল করতে হলে নাক বন্ধ করে যেতে হচ্ছে। গতকাল দুপুরে হিমাগারে গিয়ে দেখা গেছে এমন দৃশ্য।

জানা গেছে, রংপুর হিমাগার নামে ওই হিমাগারটির মালিক মিজানুর রহমান নামে এক ব্যক্তি। এ হিমাগারের ধারণ ক্ষমতা প্রায় ৩ লাখ বস্তা। সরেজমিন দেখা গেছে, হিমাগারের মূল ভবনের সামনে কমপক্ষে ১৫-২০ টন পচা আলুর স্তূপ করে রাখা হয়েছে। হিমাগারে যারা কাজ করছেন তারা মাক্স পরে রয়েছেন। দুর্গন্ধে হিমাগারের আশপাশে যাওয়া যাচ্ছে না। ওই পথে প্রতিদিন যাতায়াতকারী আশরাফুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে পচা আলুর গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছি। 

তবে ওই হিমাগারের ম্যানেজার ফিরোজ হোসেন বলেন, এসব পচা আলু এলসির। ভারত থেকে এ আলু আমদানি করেছে চিপস প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান। এলসির পচা আলু বাদ দিয়ে ভালো আলু হিমাগারে রাখা হচ্ছে। পচা আলু সরানোর কাজ শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর