শনিবার, ১৮ মে, ২০২৪ ০০:০০ টা

শিল্পকলা একাডেমির পোহালে শর্বরী

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলা একাডেমির পোহালে শর্বরী

চারদিনের সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবের দ্বিতীয় দিনে গতকাল শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো থিয়েটার প্রযোজিত নাটক ‘পোহালে শর্বরী’। সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। এটি ছিল দলের ৪৭তম প্রযোজনা।

হিন্দি ভাষার সাহিত্যিক সুরেন্দ্র বর্মার রচনা থেকে নাটকটি অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক। নির্দেশনায় ছিলেন রামেন্দু মজুমদার এবং সংযুক্ত নির্দেশনায় ত্রপা মজুমদার। অভিনয় করেছেন গুলশান আরা, মাহমুদা আক্তার লিটা, নাজমুন নাহার নাজু, সামিয়া মহসীন, আপন আহসান, নূর-এ-খোদা মাশুক সিদ্দীকি, শেকানুল ইসলাম শাহী, মুশফিকুর রহমান, সামিরুল আহসান, তানভীর হোসেন সামদানী, তানভীন সুইটি, তানজুম আরা পল্লী, রাশেদুর রহমান, রবিন বসাক, ত্রপা মজুমদার, জোয়ারদার সাইফ প্রমুখ। নাটকটির পোশাক পরিকল্পনা করেছেন ফেরদৌসী মজুমদার। এ ছাড়া মঞ্চ, আলো ও সামগ্রিক পরিকল্পনায় পলাশ হেন্ড্রি সেন, আবহ সংগীত পরিকল্পনায় তানভীর আলম সজীব, কোরিওগ্রাফি পরিকল্পনায় স্নাপতা শাহরীন, রূপসজ্জায় ছিলেন শুভাশীষ দত্ত তন্ময়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর