রবিবার, ১৯ মে, ২০২৪ ০০:০০ টা

জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ

নোয়াখালী প্রতিনিধি

জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ

নোয়াখালীর উপকূলীয় বঙ্গোপসাগরে জেলের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়েছে। গত চার দিনে একটি ট্রলারেই মিলেছে ৫ হাজার ৫০০ পিস জাটকা ইলিশ। ৩৫ মণ ওজনের এই ইলিশ নিলামে বিক্রি হয়েছে প্রায় ১৭ লাখ টাকা। শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সাইফুল ইসলামের আড়তে এসব ইলিশ বিক্রি করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়ার মেঘনার বুড়িদোনা এলাকার জেলে ইউসুফ মাঝি চার দিন আগে ২০ জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। এ সময় তার জালে ৫ হাজার ৫০০ পিস ইলিশ ধরা পড়ে। পরে স্থানীয় চেয়ারম্যান ঘাটের সাইফুল ইসলামের মাছের আড়তে নিয়ে এলে বিভিন্ন ধাপে ৩৫ মণ জাটকা ইলিশ নিলামে ১৬ লাখ ৬৪ হাজার টাকায় বিক্রি করা হয়। মৎস্য আড়তের ম্যানেজার মো. আবদুর রহমান বলেন, ২০ জন জেলে মাছগুলো চার দিনে ধরেছে। দুপুরে ট্রলারটি চেয়ারম্যান ঘাটে এসেছে। বড় আকারের ইলিশই বেশি ছিল। নিলামে দাম তুলতে শেষ পর্যন্ত ৩৫ মণ ইলিশ বিক্রি হয়েছে ১৬ লাখ ৬৪ হাজার টাকা। জেলেরা জানান, মেঘনা নদীতে ইলিশ কম। তাই গভীর সমুদ্রে গেছি মাছ ধরতে। সেখান থেকে আসতে আমাদের ১০-১২ ঘণ্টা সময় লেগেছে। মাছগুলো আকারে বড় হয়েছে। দামও ভালো পেয়েছি।

সর্বশেষ খবর