রবিবার, ১৯ মে, ২০২৪ ০০:০০ টা

ক্রীড়াবিদ ধর্ষণ মামলায় প্রশিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নারী ক্রীড়াবিদকে ধর্ষণের মামলায় জুজুৎসু (মার্শাল আর্ট) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনকে গ্রেফতার করেছে র‌্যাব। তার সহযোগী অন্য এক নারী খেলোয়াড়কেও গ্রেফতার করা হয়েছে।

গতকাল র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা এবং র‌্যাব-১২ এর একটি দল রাজধানীর শাহ আলী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ধর্ষণের সঙ্গে তাদের  সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছে। ভুক্তভোগী নারী খেলোয়াড় মামলার এজাহারে উল্লেখ করেছেন, গ্রেফতার রফিকুল প্রশিক্ষণকালীন সময়ে বিভিন্ন অজুহাতে তাকে শারীরিকভাবে হেনস্তা করেছেন। পরবর্তীতে মেয়েদের পোশাক পরিবর্তন কক্ষে অন্য এক নারী খেলোয়াড়ের সহায়তায় তাকে আটকে রেখে ধর্ষণ করেন। রফিকুলের সহযোগী  ওই নারী খেলোয়াড় সে সময় ভুক্তভোগী নারীর নগ্ন ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। রফিকুলও সেই একই ভয় দেখিয়ে রাজধানীর একটি ফ্ল্যাটে তাকে জোরপূর্বক ধর্ষণ করেছেন। রফিকুলের বিরুদ্ধে ওঠা খেলোয়াড়দের ধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগ আমলে নিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। সেই সঙ্গে জরুরিভিত্তিতে অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে কমিশনে প্রতিবেদন প্রেরণের জন্য সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। এর পরই গ্রেফতার করা হয় নিউটন ও তার সহযোগী এক নারীকে।

সর্বশেষ খবর