রবিবার, ১৯ মে, ২০২৪ ০০:০০ টা

আন্দোলন করেও বেতন-বোনাস পাননি শ্রমিকরা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের পাশে অবস্থিত ওডিসি কারখানার শ্রমিকরা দফায় দফায় আন্দোলন ও সড়ক অবরোধ করেও ঈদের আগের বেতন-বোনাস আদায় করতে পারেননি। কারখানার মালিক প্রায় ২৩০০ শ্রমিককে বেতন না দিয়েই রাতের আঁধারে কারখানা বন্ধ করে দেন। গত ঈদুল ফিতর থেকে কারখানাটি বন্ধ রয়েছে।

জানা গেছে, প্রথম দফায় ৩ এপ্রিল শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে ওডিসি গার্মেন্টস অঘোষিতভাবে বন্ধ করা হয়। পরের দিন সকালে  শ্রমিকরা কাজে গেলে গেটে তালা দেখতে পান। তখন তারা বিক্ষুব্ধ হন এবং গেট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করেন। এতে শিল্প পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ কৌশলে শ্রমিকদের কারখানার ভিতর ডেকে নিয়ে গেট আটকিয়ে তাদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে। এতে নারীসহ ১৬ জন শ্রমিক গুরুতর আহত হন। তাদের মধ্যে অন্তঃসত্ত্বা সামছুন্নাহার ও সাথীর অবস্থা আশঙ্কাজনক ছিল। এর পরের দিন সকালে ফের শ্রমিকরা ঢাকা-আরিচার জয়পুরা মহাসড়ক অবরোধ করার প্রস্তুতি নেন। খবর পেয়ে শিল্প পুলিশ টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পরবর্তীতে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার পাশে কালামপুর-ধামরাই সড়কে রাস্তায় কাজ করার ড্রাম ও গাছ ফেলে সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। এমন পরিস্থিতিতে ধামরাই থানার ওসি সিরাজুল ইসলাম শেখ মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে একটি সমঝোতার প্রেক্ষাপট তৈরি করেন। সে অনুযায়ী ৮ এপ্রিল শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার কথা।  জানা গেছে, শ্রমিকরা ৮ এপ্রিল কারখানার গেটে এলে কর্তৃপক্ষ তাদের বাইরে বসতে বলেন। এরপর শ্রমিকরা বেতন-বোনাসের আশায় দিনভর বসে থাকেন। সন্ধ্যার দিকে কোনো টাকা-পয়সা না দিয়ে কারখানার কর্মকর্তারা পেছন দিক দিয়ে পালিয়ে যান। কারখানার প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম এ সময় কারখানার এক বাড়িতে আশ্রয় নেন। পরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এভাবেই কেটে গেছে তাদের রোজার ঈদ। ওই সময় থেকে কারখানাটি বন্ধ রয়েছে। গতকাল শনিবার পর্যন্ত শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাস পাননি।

সর্বশেষ খবর