মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ০০:০০ টা

শিল্পকলায় অনুরাগের গ্রাস

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় অনুরাগের গ্রাস

নাটকের দল অনুরাগ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করল দলটির নিয়মিত প্রযোজনার নাটক গ্রাস। গতকাল জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি- এই প্রবাদবাক্য অনেক পুরনো। তবে, সময়ের সঙ্গে সঙ্গে চেহারা বদলায় আর পোশাকও বদলায়। কিন্তু চরিত্র বদলায় না। আগে রাজা-জমিদারের প্রতাপ ছিল। কিন্তু সেই প্রতাপ এখন অনেকের। তাদের খামখেয়ালি স্বভাবে আর শখে এখনো মানুষ সর্বস্বান্ত হয়। গরিবের ভিটেমাটি গ্রাস করে গড়ে ওঠে আধুনিক সভ্যতা।

সহজ-সরল নিরীহ মানুষ জোতচোর ও অর্থপিপাসুদের কবলে পড়ে দেশান্তরি হচ্ছে প্রতিনিয়ত। মানবসভ্যতার সবুজ শ্যামল প্রকৃতি ধ্বংস করে গড়ে উঠছে পাষানের সুউচ্চ অট্টালিকা। গরিব চিরকালই নিষ্পেষিত হচ্ছে আর গরিবই থেকে যাচ্ছে। লুটেরারা আরও সম্পদশালী হচ্ছে। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনি। ররবীন্দ্রনাথ ঠাকুরের গল্প থেকে নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন শ্যামল দত্ত। অভিনয় করেছেন দলের নিয়মিত নাট্যকর্মীরা।

সর্বশেষ খবর