বুধবার, ২২ মে, ২০২৪ ০০:০০ টা

পাঁচ দিনেও খোঁজ মেলেনি বুয়েট ছাত্রের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিল্প উৎপাদন প্রকৌশল (আইপিই) বিভাগের স্নাতকোত্তরের ছাত্র মাহমুদুল হাসান তানভীর (২৪) পাঁচ দিন ধরে নিখোঁজ বলে জানিয়েছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, গত ১৭ মে রাজধানীর দক্ষিণখানের পূর্ব আজমপুরের ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি হলে যাওয়ার কথা বলে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, পাঁচ দিন ধরে তানভীরের কোনো খোঁজ নেই, তার ফোনেও কল যাচ্ছে না। তিনি বিশ্ববিদ্যালয়ের হলেও যাননি। তানভীরের মা শারমিন সুলতানা জিডিতে উল্লেখ করেছেন, তাদের দুই ছেলে ও দুই মেয়ে। তানভীর সবার বড়। তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা। গত শুক্রবার বিকাল সাড়ে ৩টায় হলে যাবে বলে বের হয়ে যায়। পরে তার সঙ্গে তারা যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। রাত ৯টার দিকে তাকে কল দিয়ে ফোন বন্ধ পাওয়া যায়। ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বলেন, তানভীরকে খুঁজে বের করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সর্বশেষ খবর