বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ০০:০০ টা

নানা আয়োজনে বুদ্ধপূর্ণিমা উদযাপন

নিজস্ব প্রতিবেদক

নানা আয়োজনে বুদ্ধপূর্ণিমা উদযাপন

রাজধানীসহ সারা দেশে বৌদ্ধধর্মাবলম্বীরা উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বুদ্ধপূর্ণিমা’ উদযাপন করেছেন। প্রার্থনা আর ধর্মীয় মঙ্গল কর্ম সম্পাদনের মাধ্যমে গতকাল বৌদ্ধ ধর্মাবলম্বীরা এ দিনটি উদযাপন করেন। সকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী শিশু-কিশোর, তরুণ-তরুণী এবং বিভিন্ন শ্রেণির নারী-পুরুষের পদচারণে মুখরিত হয়ে ওঠে বৌদ্ধ বিহারগুলো। ধর্মপ্রাণ বৌদ্ধ নারী-পুরুষরা ইহ এবং পরকালের শান্তির জন্য বিশেষ প্রার্থনায় অংশ নেয়। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধবিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রান্ত বড়ুয়া, সাধারণ সম্পাদক রাজেশ বড়ুয়া, বুদ্ধপূর্ণিমা উদযাপন কমিটির আহ্বায়ক নিলয় বড়ুয়াসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জন্মতিথি উপলক্ষে বুদ্ধপূর্ণিমার উৎসব। এই দিনে সিদ্ধার্থ গৌতম জন্মগ্রহণ করেছিলেন। বুদ্ধগয়ায় বোধি বৃক্ষের নিচে বুদ্ধত্ব এবং মহা পরিনির্বাণ লাভ করেছিলেন।

সর্বশেষ খবর