বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ০০:০০ টা

মাচায় ঝুলছে রঙিলা মার্সেল তরমুজ

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

মাচায় ঝুলছে রঙিলা মার্সেল তরমুজ

তরমুজ খেতে ছোট-বড় মাচায় বাতাসে ঝুলছে কৃষকের স্বপ্ন। স্বাদ ভালো এবং দেখতে আকর্ষণীয় হওয়ায় তরমুজ খেতে ভিড় করছেন অনেকে।

গ্রীষ্মকালীন মৌসুমে আকর্ষণীয় এ দুটি জাতের তরমুজ চাষ করে ব্যাপক লাভবান হওয়া যায়। এ জন্য আগ্রহ প্রকাশ করেছেন অনেক কৃষক। গতানুগতিক পদ্ধতি থেকে সরে এসে প্রথমবারের মতো মাচায় তরমুজ চাষ হয়েছে। দিনাজপুরের বিরল উপজেলার রাজারামপুর ইউপির রাজারামপুর গ্রামের স্বপ্নবাজ চাষি মো. আনছার আলী প্রথমবারেই বাজিমাত করেছেন। তার মাচায় মাচায় ঝুলছে রঙিলা ও মার্সেল জাতের তরমুজ। কৃষি বিভাগের সহযোগিতায় গত মার্চ মাসের শেষে ২০ শতক জমিতে দুটি জাতের তরমুজ বীজ বপন করেন। হলুদ রঙের রঙিলা এবং কালো রঙের মার্সেল জাতের তরমুজ এখন ঝুলছে মাচায় মাচায়। দেখতে যেমন দৃষ্টিনন্দন এর স্বাদ-মিষ্টি অন্যান্য তরমুজের চেয়ে বেশি বললেন চাষি আনছার আলী। তরমুজ চাষি মো. আনছার আলী জানান, রঙিলা ও মার্সেল জাতের তরমুজ গত মার্চ মাসের শেষে চাষ শুরু করি। এখন পরিপক্ব হয়েছে। আগামী ৮/১০ দিন পর বাজারে বিক্রি করব। এ জাতের তরমুজ অন্য জাতের চেয়ে মিষ্টি বেশি। প্রথম অবস্থায় আমার ২০ শতক জমিতে চাষ করেছি। খরচ হয়েছে ২০ হাজার টাকা। তবে তরমুজ লক্ষাধিক টাকার ওপরে বিক্রি করতে পারব আশা করি। বিরল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম জানান, রঙিলা ও মার্সেল জাতের তরমুজ চাষ হয়েছে। কৃষি বিভাগ থেকে তরমুজ চাষে উদ্বুদ্ধসহ সব রকম সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

 

সর্বশেষ খবর