শুক্রবার, ২৪ মে, ২০২৪ ০০:০০ টা
ছিনতাই লুটের যত কৌশল

সোনার লোভ দেখিয়ে লুট

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট মহানগরের বন্দরবাজারে সিএনজিচালিত অটোরিকশা চালক ও পথচারীদের হাতে নকল স্বর্ণ দিয়ে প্রতারণা করা চক্রের তিন সদস্য আটক হয়েছে। এ সময় আরেক প্রতারক দৌড়ে পালিয়ে যায়। আটক তিনজনের মধ্যে একজন অটোরিকাশাচালক। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় প্রতারকদের অটোরিকশাটি জব্দ করা হয়।

আটকরা হলেন চাঁদপুর সদর মতলব উত্তর থানার নজরুল ইসলাম, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার লায়েক আহমদ ও সুনামগঞ্জের নূর হোসেন। আর পালিয়ে যাওয়া যুবকের নাম নবী নূর। তিনি সিলেটের দক্ষিণ সুরমায় থাকেন বলে জানিয়েছেন আটককৃতরা।

আটকের পর লায়েক আহমদ ও নূর হোসেন জানান, তারা স্বর্ণসদৃশ পিতলের টুকরো দিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণা করেন। দীর্ঘদিন ধরে তারা এ কাজে জড়িত। সহজ-সরল যাত্রীকে টার্গেট করেন তারা। তাদের বেশি টার্গেট থাকে বৃদ্ধ অথবা নারী।

সর্বশেষ খবর