শুক্রবার, ২৪ মে, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

সালাম মুর্শেদীর জরিমানা, দুজনকে ফিফার নিষেধাজ্ঞা

ক্রীড়া প্রতিবেদক

সালাম মুর্শেদীর জরিমানা, দুজনকে ফিফার নিষেধাজ্ঞা

দুর্নীতির দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীকে ফিফা ১০ হাজার সুইস ফ্রা (প্রায় ১৩ লাখ টাকা) জরিমানা করেছে। গতকাল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ফিফা কোড অব এথিকসের ১৪ নম্বর ধারা অনুযায়ী সাধারণ দায়িত্ব (জেনারেল ডিউটি) পালনে ব্যর্থ হয়েছেন সালাম মুর্শেদী। এ কারণে তাঁকে জরিমানা করা হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়ার আগে ফিফার এথিকস কমিটি বেশ কয়েকটি শুনানি করেছে। তদন্ত কমিটির প্রতিবেদন খুঁটিয়ে দেখেছে। এরপর তারা সিদ্ধান্তে পৌঁছেছে, ফিফা ফান্ড থেকে বেশ কিছু অনৈতিক লেনদেনে মিথ্যা কাগজপত্র তৈরির সঙ্গে জড়িত ছিলেন সালাম মুর্শেদী। কেবল সালাম মুর্শেদীই নন, ফিফার শাস্তির মুখে পড়েছেন বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। দুর্নীতির দায়ে আগে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তাঁকে। সেই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন সোহাগ। আপিলের রায়ে শাস্তি আরও বাড়ল। ফিফার এথিকস কমিটি তিন বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি ২০ হাজার সুইস ফ্রা (প্রায় ২৬ লাখ টাকা) জরিমানা করেছে সোহাগকে। বাফুফের সাবেক চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবু হোসেন এবং সাবেক অপারেশন ম্যানেজার মিজানুর রহমানকে দুই বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি ১০ হাজার সুইস ফ্রা করে জরিমানা করা হয়েছে। সোহাগ, আবু হোসেন ও মিজানুর ফিফা কোড অব এথিকসের ১৪ নম্বর ধারা অনুযায়ী সাধারণ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। পাশাপাশি ১৬ নম্বর ধারা অনুযায়ী আনুগত্যে ব্যর্থতা এবং ২৫ নম্বর ধারা অনুযায়ী জালিয়াতি ও মিথ্যা তথ্য প্রদানের জন্য শাস্তি পেয়েছেন তাঁরা। এ ছাড়া বাফুফের স্টোর অফিসার ইমরুল হাসান শরিফের বিরুদ্ধেও ১৪ ধারা ভঙ্গের অভিযোগ এনেছে ফিফা। তবে তাঁকে কোনো শাস্তি দেওয়া হয়নি। ফিফা কমপ্লায়েন্স ট্রেনিং নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে শরিফকে। পাশাপাশি সতর্কও করা হয়েছে।

সর্বশেষ খবর