শুক্রবার, ২৪ মে, ২০২৪ ০০:০০ টা

তদন্ত ছাড়াই মৃত্যুর দায় কুকুরের ওপর চাপানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

তদন্ত ছাড়াই একটি মৃত্যুর দায় কুকুরের ওপর চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন অ্যানিমেল শেল্টারের কর্মকর্তারা। তাঁরা জানান, ময়মনসিংহের নান্দাইল পৌরশহরে রবিবার ইজাজুল (৩৭) নামে এক যুবক মারা যান। অনলাইনে নিউজ হয় কুকুরের কামড়ে জখম হয়ে মৃত্যুর। এমন খবরের ভিত্তিতে এলাকার মানুষ জড়ো হয়ে সোমবার বেওয়ারিশ কুকুরের ওপর আক্রমণ চালায়। এতে ১৫টি কুকুরের মৃত্যু হয়। আহত অন্য কুকুর এলাকা ছেড়ে পালিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো-কোনোরকম ময়নাতদন্ত ছাড়া অপঘাতে নিহত যুবকের লাশ কবর দেওয়া হলো কেন? তদন্ত ছাড়াই অপঘাতে মৃত্যুর লাশ কবর দেওয়ার বিষয়ে নান্দাইল থানার ওসিকে ফোন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। কুকুরের কামড়ে না হয়ে মৃত্যুটি খুন বা হত্যাও হতে পারে। কারণ মৃতের নাড়িভুঁড়ি বেরিয়ে পড়েছিল। কুকুরের পক্ষে মানুষের পেট থেকে নাড়িভুঁড়ি বের করার ক্ষমতা নেই। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এএলবি অ্যানিমেল শেল্টারের পক্ষ থেকে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব তথ্য জানানো হয়। তারা জানায়, ইজাজুল একটি কোম্পানির পণ্যের বিক্রেতা ছিলেন। তিনি ঘটনাস্থলের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন। উপজেলার শেরপুর ইউনিয়নের উত্তর শেরপুর গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে তিনি। প্রতিবাদ সমাবেশে তানভীর আহমেদ বলেন, এটা হতে পারে-পরিকল্পিত খুনের ঘটনা কুকুরের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্ত না করে কবর দিয়ে দেওয়াটা আরও বড় অন্যায় হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। অ্যানিমেল শেল্টারের চেয়ারম্যান দীপান্বিতা হৃদি বলেন, কিছু অনলাইন নিউজ পোর্টাল তথ্য যাচাইবাছাই এবং ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় তদন্ত না করেই অনুমানের ওপর ভিত্তি করে খবর প্রকাশ ও প্রতীকী ছবি ব্যবহার করছে; যা মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করছে। কোনো প্রকার ময়নাতদন্ত ছাড়া একটি অপঘাতে মৃত্যুর লাশ কবর দিয়ে দেওয়া হলো অথচ পুলিশ এ ব্যাপারে কিছুই করল না। দোষ হলো কুকুরের। এভাবে চলতে থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশঙ্কা করছি আমরা।

সর্বশেষ খবর