শিরোনাম
শনিবার, ২৫ মে, ২০২৪ ০০:০০ টা

নানা গুণে গুণান্বিত ফুল বনজুঁই

নজরুল মৃধা, রংপুর

নানা গুণে গুণান্বিত ফুল বনজুঁই

সব পরিবেশে মানিয়ে নিয়ে বেড়ে ওঠার মতো নানা গুণে গুণান্বিত ফুল বনজুঁইয়ের দেখা মিলেছে। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের রোকেয়ার ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আছে ফুল গাছটি। বুনোফুল হিসেবেও অনেকের কাছে এটি পরিচিত। বিভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়া আর কষ্ট          সহ্য করার ক্ষমতা অনেক বেশি এই ফুলের। উপকূলের লোনা জলাভূমির পাশাপাশি শুকনো উঁচু মাটিতেও টিকে থাকে। প্রচুর ডালপালা, ঝোপ আর লতানো হয়। গুল্ম প্রকৃতির এই গাছ ১ থেকে ৪ মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা ডিম্বাকৃতির এবং বোঁটা গাঢ় বেগুনি রঙের। ডাল বেশ শক্ত। ছোট ছোট সাদা রঙের ফুল ফোটে। ফুলের পুংকেশর লম্বা বেগুনি সরু সুতার মতো। ফুলে হালকা সুগন্ধ আছে। ইচ্ছা করলেই গাছ ছেঁটে সুন্দর আর ঝোপালো করে রাখা যায়। বীজ থেকে চারা হয়ে থাকে।

বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ আবিদ করিম মুন্না জানান, বনজুঁই সৌন্দর্য বাড়ানো ছাড়াও নানা গুণে গুণান্বিত। ভেষজ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এর পাতা, শেকড় ও ফুল। ম্যালেরিয়া, চর্মরোগ ও পোকামাকড়ের কামড়ে খুবই উপকারী। এ উদ্ভিদের কচি পাতার রস টনিক হিসেবে কাজ করে।

সর্বশেষ খবর