রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা
বাজেট ২০২৪ - ২০২৫

যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কমাতে হবে

-- মোহাম্মদ আলী খোকন

রাশেদ হোসাইন

যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কমাতে হবে

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেছেন, টেক্সটাইল শিল্পকারখানায় বিশেষ করে ডাইং ফিনিশিং কারখানায় ইটিপিতে ব্যবহৃত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ শূন্য শুল্ক হারে আমদানি সুবিধা দিতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার সহায়তায় আগামী বাজেটে টেক্সটাইল খাতে যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কমাতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া বিটিএমএর বাজেট প্রস্তাবনা বিষয়ে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ আলী খোকন বলেন, টেক্সটাইল মিলের মূলধনি যন্ত্রপাতি হিসেবে আমদানিকৃত ‘ইন্ডাস্ট্রিয়াল ছিলার’ (৫০ টন বা এর বেশি) কে পূর্বের ন্যায় রেয়াতি হারে ১ শতাংশ শুল্কায়নকরণ চাই। কাস্টমস বিল ২০২৩  অনতিবিলিম্বে কাস্টমস আইন ২০২৩ হিসেবে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা কার্যকর করতে হবে। এ ছাড়া কাস্টমস আইন ১৯৬৯-এর ৫৬ ধারা অনুযায়ী ২০০ শতাংশ থেকে ৪০০ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করার বিধান বাতিল করে ১০০ শতাংশ থেকে ২০০ শতাংশ জরিমানা আরোপ করার বিধান বহাল রাখা চাই। আর যদি অনিচ্ছাকৃত ভুল হয় তাহলে ৫০ শতাংশ জরিমানা আরোপ করার প্রস্তাব করছি।

আয়কর বিষয়ে তিনি বলেন, তুলা, সুতা, গ্রে কাপড়, রঙিন কাপড় এবং তৈরি পোশাক সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার ০.৫ শতাংশ ধার্য করতে হবে। আয়কর আইন ২০২৩-এর ধারা ৫৬(২)-এর সংশোধন, ৫৬-এর প্রতিস্থাপন এবং ২৬৪-এর অধীন নতুন সংযোজন হওয়া প্রয়োজন। এ ছাড়া সমন্বিত কর পরিবেশ তৈরি করতে হবে। মূল্য সংযোজন কর সম্পর্কে বিটিএমএ সভাপতি বলেন, পুনঃচক্র আঁশ উৎপাদনে কাঁচামাল হিসেবে তৈরি পোশাক শিল্পের বর্জ্য বা ঝুট স্থানীয়ভাবে সংগ্রহের জন্য উৎপাদন ও সরবরাহ পর্যায়ে মূসক অব্যাহতি দেওয়া দরকার। এ ছাড়া উৎপাদিত পণ্য স্থানীয়ভাবে সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান বা কম্পোজিট মিলে সরবরাহের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে মূসক অব্যাহতির প্রস্তাব জানাচ্ছি। তিনি বলেন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২-এর ৩১ ধারা অনুযায়ী পণ্য উৎপাদনের লক্ষ্যে আমদানিকৃত উপকরণের ক্ষেত্রে ৩ শতাংশ এবং অন্যান্য ক্ষেত্রে ৫ শতাংশ হারে আগাম কর হ্রাসকরণের দাবি জানাচ্ছি। ম্যান মেড ফাইভার দ্বারা তৈরি ফেব্রিক তা যে কোনো লুমে তৈরি হোক না কেন, তার ওপর ধার্যকৃত ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর প্রত্যাহার চাই। বিটিএমএ সভাপতি বলেন, কোনো বন্ডেড শিল্পপ্রতিষ্ঠান হতে অন্য বন্ডেড শিল্পপ্রতিষ্ঠানে মূলধনী যন্ত্রপাতি বিক্রয় বা হস্তান্তরের ক্ষেত্রে মূসক অব্যাহতি প্রদান করার দাবি জানাচ্ছি।

সর্বশেষ খবর